
নিখোঁজের একদিন পরে মাদারীপুরের কালকিনিতে পাটক্ষেত থেকে আব্দুল জলিল শিকদার-(৬৮) নামে এক অবসরপ্রাপ্ত অফিস সহকারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে তার সাথে থাকা টাকার জন্য এটা একটা হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীরা। আজ শনিবার সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল জলিল উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝের কান্দি গ্রামের আহম্মদ শিকদারের ছেলে ও উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, নিহত অবসরপ্রাপ্ত অফিস সহকারী আব্দুল জলিল শিকদার গত শুক্রবার (০৪-০৭-২৫) ইং দুপুরে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে আজ শনিবার সকালে মৌলভীকান্দি গ্রামের সিরাজ তালুকদারের পাটক্ষেতে নিহতের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে কালকিনি থানা ওসি কে এম সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। তবে তার সাথে থাকা টাকার জন্য এটা একটা হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীরা।
নিহতের মেয়ে লিপি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবার সাথে সবসময় টাকা থাকে তাই তাকে ওই টাকার জন্য এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জলিল শিকদারের লাশ যেখানে পড়ে রয়েছে, তা দেখলেই মনে হয় এটা একটা হত্যাকাণ্ড।এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, নিহত জলিল শিকদারের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পরে জানা যাবে এটা হত্যা নাকি অন্য কিছু।
আফরোজা