ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ইসরায়েলকে ‘কঠিন শিক্ষা’ দিয়েছে ইরান: পেজেশকিয়ান

প্রকাশিত: ১০:৫৫, ৫ জুলাই ২০২৫

ইসরায়েলকে ‘কঠিন শিক্ষা’ দিয়েছে ইরান: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

তেহরানে অনুষ্ঠিত ১৭তম ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন (ইসিও) শীর্ষ সম্মেলনে আজারবাইজানের খানকেনদিতে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সম্প্রতি ইসরায়েলের দ্বারা ইরানের ওপর চালানো হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, ইরানি সশস্ত্র বাহিনী শক্ত ও কার্যকর জবাব দিয়েছে, যা সংঘাত আরও বাড়ার পথ রুদ্ধ করেছে ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে।

তিনি অভিযোগ করেন, ইসরায়েলি আগ্রাসন জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২(৪) লঙ্ঘন করেছে, যেখানে কোনো দেশের ভূখণ্ড বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ নিষিদ্ধ। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় ইরান আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করেছে এবং এ জবাব আগ্রাসনকারীদের জন্য একটি কঠিন শিক্ষা হয়ে থাকবে।

তিনি ইসিও সদস্য রাষ্ট্র ও ইসলামিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সহমর্মিতা ও সংহতির প্রশংসা করে বলেন, এই সম্মেলন ইসরায়েলি আগ্রাসন ও এর আঞ্চলিক ও বৈশ্বিক পরিণতি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ। পাশাপাশি তিনি ইসিও সদস্যদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও পরিবহন অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, ২০৩৫ সালের মধ্যে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা ও বিদ্যমান বাণিজ্য চুক্তি হালনাগাদ করা জরুরি। প্রযুক্তিগত অগ্রগতির অংশ হিসেবে একটি আঞ্চলিক কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র গঠনের প্রস্তাব দেন তিনি, একই সঙ্গে পর্যটন খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। করোনা মহামারির মতো সংকটে আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিতে ইসিও-র ২০৩৫ ভিশন বাস্তবায়ন এখন সময়ের দাবি।

শিহাব

×