ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সাবেক ইসরায়েলি জেনারেলরা ট্রাম্পকে চিঠি দিলেন! কী আছে সেই চিঠিতে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:২৩, ৫ জুলাই ২০২৫

সাবেক ইসরায়েলি জেনারেলরা ট্রাম্পকে চিঠি দিলেন! কী আছে সেই চিঠিতে?

ছবি: সংগৃহীত

৫৫০ জনেরও বেশি সাবেক জ্যেষ্ঠ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা নিয়ে গঠিত সংগঠন Commanders for Israel’s Security যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছে। সোমবার (৩০ জুন) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে নির্ধারিত বৈঠকে ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তারা।

চিঠিতে সংগঠনের চেয়ারম্যান মাতান ভিলনাই (সাবেক মেজর জেনারেল) স্পষ্টভাবে উল্লেখ করেন, “এটি আমাদের পেশাগত মতামত যে, ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যেই হামাসের শাসনব্যবস্থা ভেঙে দিয়েছে এবং তাদের সামরিক সক্ষমতাও প্রায় ধ্বংস করে দিয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে হামাস আর ইসরায়েলের জন্য কৌশলগত কোনো হুমকি নয়। বরং ২০২৫ সালের বিভিন্ন সংঘাতে দেখা গেছে, ইসরায়েলের কাছে এমন শক্তি রয়েছে, যা দিয়ে ভবিষ্যতেও গাজা থেকে উদ্ভূত যেকোনো হুমকি সহজেই প্রতিহত করা সম্ভব।”

ভিলনাই সতর্ক করে বলেন, “এখন যদি যুদ্ধ চলতেই থাকে, তাহলে তা বন্দীদের জীবনের ঝুঁকি বাড়াবে, আরও ইসরায়েলি সেনার প্রাণ যাবে এবং নিরীহ ফিলিস্তিনিদের দুর্ভোগ দীর্ঘায়িত হবে।”

সাবেক এই নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন, যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক সমাধানের দিকে এগোনোই এখন সবচেয়ে বাস্তবসম্মত এবং মানবিক পদক্ষেপ।

মুমু ২

×