
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন (America250) উপলক্ষে আগামী বছর হোয়াইট হাউজের মাঠে আয়োজন করা হবে একটি UFC (Ultimate Fighting Championship) ফাইট — এমনটাই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইওয়ার ডেস মইনসে একটি নির্বাচনী র্যালিতে এই ব্যতিক্রমধর্মী উদযাপনের কথা জানিয়ে ট্রাম্প বলেন, “আমরা হোয়াইট হাউজে একটি UFC ফাইট করব, পুরোপুরি চ্যাম্পিয়নশিপ ফাইট, যেখানে ২০,০০০ থেকে ২৫,০০০ দর্শক থাকবে।”
ট্রাম্প বলেন, “আমাদের জাতীয় পার্কগুলো, যুদ্ধক্ষেত্র ও ঐতিহাসিক স্থানগুলোতে America250 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে। কিন্তু হোয়াইট হাউজে UFC ফাইট হবে সবচেয়ে স্মরণীয় এক আয়োজন।”
তিনি জানান, এই ইভেন্টে শুধু পেশাদার ফাইটার নয়, অপেশাদাররাও অংশ নেবেন। “আমরা অসাধারণ কিছু অনুষ্ঠান করব — কিছু পেশাদার, কিছু অপেশাদার,” বলেন তিনি।
ট্রাম্প বহুদিন ধরেই UFC প্রেসিডেন্ট ডানা হোয়াইটের ঘনিষ্ঠ বন্ধু। ২০০১ সাল থেকে, যখন ট্রাম্পের তাজ মহল ক্যাসিনোতে UFC ইভেন্ট হতো, তখন থেকেই দুই জনের ঘনিষ্ঠ সম্পর্ক। ২০১৬ সালের নির্বাচনে ডানা হোয়াইট ট্রাম্পকে “ফাইটার” বলে সমর্থন জানিয়েছিলেন এবং সাম্প্রতিক হত্যাচেষ্টার পর তাঁকে “The ultimate American badass” বলেও অভিহিত করেন।
শুধু UFC ফাইটই নয়, ট্রাম্প আরও জানান, “The Great American State Fair” হবে দেশজুড়ে — সব স্টেটে হবে প্রদর্শনী, দেশজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের মেলা, যার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ওয়াশিংটনের ন্যাশনাল মলে এক সুবিশাল দেশপ্রেমিক উৎসবে।
হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই পরিকল্পনাকে “পুরোপুরি সিরিয়াস” বলে নিশ্চিত করেছেন। এক্স (Twitter)-এ তিনি লেখেন, “It's going to be EPIC!”
ট্রাম্প আরও ঘোষণা করেন, স্বাধীনতা দিবসের সপ্তাহে তিনি “One Big Beautiful Bill” নামে এক গুরুত্বপূর্ণ আইন স্বাক্ষরের উৎসবও হোয়াইট হাউজে পালন করবেন।
মুমু ২