ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

কুমিল্লার মুরাদনগরে তিন খুনের ঘটনায় ৩৮ জনের নামে মামলা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ১২:৪৬, ৫ জুলাই ২০২৫

কুমিল্লার মুরাদনগরে তিন খুনের ঘটনায় ৩৮ জনের নামে মামলা

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৮ জনের নামে মামলা হয়েছে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায়। শুক্রবার (৪ জুলাই) রাতে মামলাটি দায়ের করেন নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার। এদিকে শুক্রবার গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে মাদক বেচাকেনার ধুয়া তুলে ঘোষণা দিয়ে ৩ জুলাই সকালে ওই কড়ইবাড়ি গ্রামের একই পরিবারের মা, ছেলে ও মেয়ে সহ তিনজনকে হত্যা করা হয়।

নিহত তিনজন হলেন– কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। এছাড়া পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।

এই ঘটনায় নিহত রোকসানা আক্তার রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে শুক্রবার গভীর রাতে বাঙ্গরা বাজার থানায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ ৩৮ জনের নাম উল্লেখ করে এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

তবে শনিবার বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ কোনও আসামিকে গ্রেফতার করতে না পারলেও শুক্রবার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আদিল শাহরিয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আকবপুর এলাকা থেকে অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে।

আটকৃতরা হলেন: মো. সবির আহমেদ (৪৮), মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)। সেনাবাহিনীর হেফাজতে থাকা দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক–সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর জের ও একটি মোবাইল চুরির সূত্রে সৃষ্টি হওয়া বিরোধ থেকে পিটিয়ে ও কুপিয়ে তাঁদের হত্যা করা হয়।

মুমু ২

আরো পড়ুন  

×