
ছবি: সংগ্রহীত
স্মার্টফোন হারানো বা চুরি যাওয়া দুঃখজনক অভিজ্ঞতা হতে পারে। কারণ, এটি যেন আপনার সমস্ত ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার—ব্যক্তিগত ছবি থেকে ব্যাংকের তথ্য, সবকিছুই এতে সংরক্ষিত থাকে। তবে চিন্তার কিছু নেই, যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে গুগল আপনাকে ফোনের তথ্য সুরক্ষিত রাখতে এবং ফোনটি পুনরুদ্ধারের সুযোগ দিতে কিছু বিশেষ সুবিধা দিয়েছে।
ফোন খুঁজে বের করা থেকে শুরু করে প্রয়োজনে ফোনের সমস্ত তথ্য মুছে ফেলার পদ্ধতি—অবস্থার গুরুত্ব অনুযায়ী কী করবেন, জেনে নিন এই গাইডে।
‘Find My Device’ ব্যবহার করুন
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ফাইন্ড মাই ডিভাইস প্রথম প্রতিরক্ষার স্তর হিসেবে কাজ করে। এই ফিচারের মাধ্যমে আপনি ফোনের অবস্থান জানতে পারবেন, ফোন লক করতে পারবেন, এমনকি প্রয়োজনে সমস্ত তথ্য মুছেও দিতে পারবেন। তবে এটি তখনই কাজ করবে, যদি আপনি ফোনে ফিচারটি আগে থেকেই চালু করে রাখেন।
ফিচারটি চালু করতে যা করবেন—
-
Settings এ যান।
-
Google অপশনে প্রবেশ করুন।
-
আপনার ফোনের ভার্সনের ওপর নির্ভর করে সেখানে All Services নামে একটি অপশন থাকতে পারে, থাকলে সেটিতে যান।
-
Find My Device খুঁজে বের করে সেখানে প্রবেশ করুন।
-
Use Find My Device অপশনটি চালু করে দিন।
একবার চালু করার পর, আপনি যে কোনো ব্রাউজার বা অন্য অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সহজেই ফোনের অবস্থান জানতে পারবেন।
এ জন্য google.com/android/find-এ গিয়ে হারানো ফোনের সঙ্গে যুক্ত গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন।
সেখানে আপনার অ্যাকাউন্টে সংযুক্ত সব অ্যান্ড্রয়েড ডিভাইস—যেমন ফোন, ঘড়ি বা ইয়ারবাড—দেখাবে। হারানো ডিভাইসটি সিলেক্ট করলে তার অবস্থান দেখতে পারবেন।
তবে মনে রাখবেন, ফোনে ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে। যদি ফোনটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে শেষ যে অবস্থানে ছিল সেটাই দেখাবে।
ফোনটি ট্র্যাক করতে পারলেও যদি খুঁজে না পান, তাহলে কিছু অতিরিক্ত পদক্ষেপ নিতে পারেন—
-
Play Sound ফিচার ব্যবহার করে ফোনের আশেপাশে থাকলে শব্দ বাজিয়ে খুঁজুন।
-
যদি মনে করেন ফোন চুরি হয়েছে, তাহলে দূর থেকে শক্তিশালী পাসওয়ার্ড, প্যাটার্ন বা পিন দিয়ে ফোন লক করুন। এতে অন্য কেউ ফোনের তথ্য খুলতে পারবে না।
-
প্রয়োজনে ফোনের সমস্ত তথ্য মুছে ফেলুন। তবে এতে ফোনের সমস্ত ডেটা স্থায়ীভাবে মুছে যাবে এবং ফোন ফিরে পেলেও আর উদ্ধার করা সম্ভব হবে না।
আগাম সতর্কতা জরুরি
যদিও ‘Find My Device’ হারানো ফোনে কার্যকর, তবু আগেই সতর্ক থাকা সবচেয়ে ভালো। ফোন হারালে যেন অযথা দুশ্চিন্তা করতে না হয়, সেজন্য নিয়মিত নিচের বিষয়গুলো অনুসরণ করুন—
-
Find My Device ফিচার সবসময় চালু রাখুন। মাঝে মাঝে সেটিংসে গিয়ে যাচাই করে নিন।
-
ফোনের স্ক্রিন লকের জন্য শক্তিশালী পিন, পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করুন। এতে ফোন হারালেও অন্য কারও পক্ষে সহজে তথ্য চুরি করা সম্ভব হবে না।
-
নিয়মিত ফোনের ডেটা ব্যাকআপ নিন—ছবি, কনটাক্টস, গুরুত্বপূর্ণ তথ্য যেন নিরাপদে থাকে। চাইলে গুগল ড্রাইভ বা অন্য কোনো ক্লাউড সার্ভিসে ব্যাকআপ রাখতে পারেন।
আবির