ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

বিল কমবে, ঘরও থাকবে ঠাণ্ডা! এসি ব্যবহারের চমকপ্রদ উপায়

প্রকাশিত: ১৬:৩৪, ৫ জুলাই ২০২৫

বিল কমবে, ঘরও থাকবে ঠাণ্ডা! এসি ব্যবহারের চমকপ্রদ উপায়

ছ‌বি: সংগ্রহীত

গরমের তাপে স্বস্তি পেতে এয়ার কন্ডিশনার (এসি) চালানো ছাড়া উপায় নেই। তবে এসি যেমন আমাদের ঘর ঠাণ্ডা রাখে, তেমনি আমাদের বিদ্যুৎ বিলের পরিমাণও বাড়িয়ে দেয়।  এসি বন্ধ করে দিলে তো ঠাণ্ডার স্বস্তি থেকে বঞ্চিত হতে হবে! তাই বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি এসির কার্যকারিতা বাড়াতে নিচে কিছু কার্যকর পরামর্শ দেওয়া হলো।

২৪ ডিগ্রি সেলসিয়াসে এসির তাপমাত্রা ঠিক করুন, ১৮ ডিগ্রি নয়

গবেষণায় দেখা গেছে, এসির তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি বাড়ালে প্রায় ৬% বিদ্যুৎ সাশ্রয় হয়। আপনি যদি এসি ২৪ ডিগ্রিতে রাখেন, তবে ১৮ ডিগ্রির তুলনায় প্রায় ২৪% বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।

ঘরকে ফ্রিজ বানিয়ে মোটা কম্বল গায়ে দিয়ে ঘুমানোর কোনো মানে হয় না; বরং মাঝারি তাপমাত্রাই স্বাস্থ্যকর।

ঘরের জানালা-দরজা ভালোভাবে বন্ধ রাখুন

ঠাণ্ডা রাখতে হলে ঘর ভালোভাবে সিল করে রাখতে হবে। জানালা-দরজা ঠিকমতো বন্ধ আছে কি না, তা নিশ্চিত করুন। জানালার পর্দা বা ব্লাইন্ড টেনে রাখুন, যাতে সূর্যের আলো ও তাপ ভেতরে প্রবেশ করতে না পারে। এতে এসির ওপর চাপ কমবে। পাশাপাশি বায়ু প্রবাহের জন্য ভেন্ট বা ডাক্টগুলো ঠিকমতো সিল করা আছে কি না, তাও দেখে নিন।

টাইমার ব্যবহার করুন

অপ্রয়োজনীয় সময়ে এসি চালিয়ে বিদ্যুৎ নষ্ট করবেন না। তাই এসির টাইমার সেট করে রাখুন বা প্রয়োজনে নিজেই নিয়মিত বন্ধ করুন। মাঝে মাঝে এসি বন্ধ রাখলে বিদ্যুৎও বাঁচবে, আবার অতিরিক্ত ঠাণ্ডাও হবে না। অনেকেই রাতে এসি চালিয়ে ঘুমান, পরে ঠাণ্ডায় কাঁপতে থাকেন! বরং মাঝে মাঝে চালিয়ে বন্ধ রাখুন, দেখবেন আরাম পাবেন।

নিয়মিত সার্ভিসিং করান

নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে এসি অনেক বেশি কার্যকর হয়। এসির ফিল্টার পরিষ্কার বা পরিবর্তন করুন, এতে ঠাণ্ডা বেশি হয় এবং বায়ু চলাচল সহজ হয়। এছাড়া রেফ্রিজারেন্ট লিক বা অন্য কোনো ত্রুটি আছে কি না, তাও পরীক্ষা করুন। এসির চারপাশে ভালো ইনসুলেশন থাকলে ঠাণ্ডা বজায় থাকে এবং বিদ্যুৎ অপচয় কমে। এসির যত্ন নিলে বিদ্যুৎ খরচ কমবে, বিলও কম আসবে এবং এসির আয়ুও বাড়বে।

ফ্যান ব্যবহার করুন

এসির সেরা সঙ্গী হলো ফ্যান। ফ্যান ঘরের ঠাণ্ডা বাতাস ছড়িয়ে দেয়, ফলে এসির তাপমাত্রা একটু বেশি রাখলেও আরাম কমবে না। এসি আর ফ্যান একসঙ্গে চালালে বিদ্যুৎও সাশ্রয় হবে, আবার ঘরও ঠাণ্ডা থাকবে।

আবির

×