
পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. জাকির হোসেন ওরফে নিজাম মেম্বর নামে এক ইউপি সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার টিয়ারখালী গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ধারালো অস্ত্রসহ একটি এয়ারগান উদ্ধার করা হয়।
জানা গেছে, সম্প্রতি ওই ইউপি সদস্য একটি বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন। গোপনে সংবাদ পেয়ে পুলিশের উপ পরিদর্শক দিপঙ্কর কুমার একদল পুলিশ তার বাড়িতে তল্লাশী অভিযান চালায়। এ সময় তার ঘরে থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "গ্রেফতারকৃত ইউপি সদস্য ইতিপূর্বে একটি বিস্ফোরক মামলায় গ্রেতার হয়ে জামিনে বের হন। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।"
Mily