ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

বাউফলে এইচএসসি পরীক্ষার্থীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৬:০৬, ৫ জুলাই ২০২৫

বাউফলে এইচএসসি পরীক্ষার্থীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ছবি: জনকন্ঠ

বাউফলে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতী (১৯) হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

আজ শনিবার (৫ জুলাই) বেলা ১১ টার দিকে নওমালা আব্দুর রশিদ সরদার ডিগ্রি কলেজ মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  হয়।

সমাবেশে  বক্তারা বলেন,  শাকিল নামের এক বখাটে ও তার সহযোগীরা ফাহিমকে কুপিয়ে হত্যা করে। হামলার সময় ফাহিমের বাবা জাকির হোসেনকেও কুপিয়ে জখম করে । এ ঘটনার পর পুলিশ প্রধান হোতা শাকিলকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।আমরা দ্রুত শাকিল ও তার সহযোগীদের  গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক  শাস্তি চাই। অন্যথায়, বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, "ভুক্তভোগী ও অভিযুক্তরা বাউফলের হলেও ঘটনাস্থল দশমিনা উপজেলায় হওয়ায় মামলা হয়েছে দশমিনা থানায়। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করছি।"

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আলীম বলেন, "হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সানু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

উল্লেখ্য, গত মঙ্গলবার (১ জুলাই) ফাহিম বয়াতী নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার সীমান্তবর্তী এলাকায় কুপিয়ে হত্যা করে । 

Mily

×