ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় আটক ৬,পরিকল্পিত ভাবে মব করে খুন

প্রকাশিত: ২০:৫০, ৫ জুলাই ২০২৫

মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় আটক ৬,পরিকল্পিত ভাবে মব করে খুন

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর তিন খুনের (ট্রিপল মার্ডার) মামলায় ছয়জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব।
শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

 

র‍্যাব জানায়, ঘটনাটি শুরু হয় একটি মোবাইল চুরি ও থানায় করা একটি মামলার জের ধরে। এই ঘটনাকে কেন্দ্র করে আক্রোশের বশে পরিকল্পিতভাবে একটি মব তৈরি করে তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয়।

 “এই হত্যাকাণ্ড কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে,”—বলেন র‍্যাব অধিনায়ক। আটককৃত ছয় জনের নাম: রবিউল আউয়াল, বাচ্চুমিয়া, আতিকুর রহমান, দুলাল, আকাশ, আরও একজন সহযোগী (নাম প্রকাশ করা হয়নি)

এর মধ্যে মামলার ৩ নম্বর, ৫ নম্বর এবং ৩৩ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তাদের সঙ্গে সংশ্লিষ্ট আরও *তিনজন সহযোগীকেও আটক করা হয়েছে।

 

র‍্যাব জানায়, ঘটনার প্রায় ৩৯ ঘণ্টা পর শুক্রবার মধ্যরাতে থানায় মামলা করা হয়। এতে ৩৮ জনের নাম উল্লেখ করা হয়, পাশাপাশি অজ্ঞাতনামা ২০-২৫ জনকেও আসামি করা হয় “মামলাটি দায়ের হওয়ার পরপরই র‍্যাব দ্রুত অভিযানে নামে এবং মূল অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়,”—বলেন র‍্যাব-১১ অধিনায়ক।

 

 

র‍্যাব জানিয়েছে, এখনো যারা পলাতক রয়েছে, তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। “এই মামলার তদন্ত এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এটি এখানেই শেষ নয়।”

ছামিয়া

×