
ছবি: দৈনিক জনকণ্ঠ।
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) বিকেল ৬ টায় সুফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন চরকারখানা বনাম দক্ষিণ কারখানা টিম। খেলায় দক্ষিণ কারখানা ২-১ গোলে বিজয়ী হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা আমাদের তরুণদের মাদক থেকে, কিশোর অপরাধ থেকে দূরে রাখতে বড় ভূমিকা পালন করে। আজকের এই খেলার আয়োজনের পিছনে মূল প্রেরণা ছিল জুলাই আগস্ট এর শহীদ ভাই বোনরা। তাদের সম্মানার্থে আমাদের এই আয়োজন।
ড. মাসুদ বলেন, এই খেলার মাধ্যমে আমরা রাজনীতিবিদদেরও একটা শিক্ষামূলক বার্তা দিতে চাই। সেটি হচ্ছে আজকের এই ফুটবল খেলায় একদল জিতেছে আরেকদল হেরেছে। কিন্তু কোনো প্রতিহিংসা নাই। ফুটবল খেলায় আমরা বল খেলব কিন্তু কারো পায়ে আঘাত দেবো না। এটাই খেলার নিয়ম। এটাই খেলার সৌন্দর্য। ঠিক একইভাবে রাজনৈতিক ময়দানে আমরা প্রতিযোগিতা করব কিন্তু প্রতিহিংসা করব না।
এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। এই তরুণদের হাতেই আমাদের ফ্যাসিবাদ বিদায় করে স্বাধীনতা অর্জিত হয়েছে। সুতরাং এই দেশের মালিক তরুণরা। এই তরুণরাই সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, ভোট ডাকাতি মুক্ত একটি আদর্শিক বাংলাদেশ আমাদের উপহার দিবে। ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ ইসাহাক, বাউফল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, শ্রমিক কল্যাণ সেক্রেটারি মাহমুদুল হাসান, পটুয়াখালী জেলা শিবির সভাপতি মোঃ রাকিব হাসান নূর, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ লিমন হোসেন, কনকদিয়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মাহমুদুল হাসানসহ স্থানীয় হাজারো মানুষ।
খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন কাপ আর রানার্সআপ দলকে শান্তনা কাপ উপহার দেয়া হয়। ম্যান অফ দ্যা ম্যাচকে ক্রেস্ট দেয়া হয়। এছাড়া প্রত্যেক খেলোয়ারকে মেডেল পরিয়ে দেওয়া হয়।
মিরাজ খান