
ছবি: সংগৃহীত
চিকিৎসকদের প্রায় এক দশকের ব্যর্থতার পর অবশেষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট চ্যাটজিপিটি খুঁজে বের করল রোগের সঠিক কারণ! এই অবিশ্বাস্য ঘটনা প্রকাশ পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে, যেখানে একজন ব্যবহারকারী দাবি করেছেন, তিনি বহু বছর ধরে রহস্যজনক শারীরিক সমস্যায় ভুগছিলেন, কিন্তু চিকিৎসকরা কোনো নির্দিষ্ট রোগ নির্ণয় করতে পারেননি।
রেডিট ব্যবহারকারী @Adventurous-Gold6935 শিরোনামে একটি পোস্টে লেখেন, ‘চ্যাটজিপিটি এমন এক সমস্যার সমাধান করেছে, যা গত ১০ বছরের বেশি সময় ধরে কোনো চিকিৎসকই পারেননি।’
তিনি জানান, দীর্ঘ সময় ধরে নানা উপসর্গে ভুগলেও, অসংখ্য পরীক্ষা–নিরীক্ষা, এমআরআই, সিটি স্ক্যান, রক্ত পরীক্ষাসহ লাইম ডিজিজ পর্যন্ত পরীক্ষা করা হয়। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা নিলেও, নিউরোলজিস্টসহ একাধিক বিশেষজ্ঞের পরামর্শে কোনো সুনির্দিষ্ট রোগ ধরা পড়েনি।
চূড়ান্ত হতাশায় পড়ে তিনি নিজের ল্যাব রিপোর্ট ও উপসর্গের পূর্ণ ইতিহাস চ্যাটজিপিটিতে দেন। আশ্চর্যজনকভাবে, চ্যাটজিপিটি সেগুলো বিশ্লেষণ করে জানায়, এটি হতে পারে ‘হোমোজাইগাস A1298C MTHFR মিউটেশন’, যা শরীরে ভিটামিন বি১২ ব্যবহারে সমস্যা সৃষ্টি করে। এই জিনগত মিউটেশন বিশ্বজুড়ে ৭–১২ শতাংশ মানুষের মধ্যে দেখা যায়।
পরে তিনি চ্যাটজিপিটির পরামর্শ অনুযায়ী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে, ডাক্তার অবাক হয়ে সব তথ্যের সঙ্গে মিল পেয়েছেন। তিনি বলেন, ‘আমরা কেন এটা আগে পরীক্ষা করিনি, সেটাই এখন ভাবছি।’
এই ঘটনার পর রোগীর শরীরের অবস্থার উন্নতি হতে শুরু করে। পোস্টের শেষে তিনি লেখেন, ‘সবকিছু এত দ্রুত বদলে গেল—আমি এখনো বিশ্বাস করতে পারছি না!’
এই পোস্ট প্রতিক্রিয়ায় কেউ লিখেছেন, ‘এটা একদিকে আশ্চর্যজনক, আবার হতাশাজনকও।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘চ্যাটজিপিটি আবারও দেখালো, যেখানে মানুষের সিস্টেম ব্যর্থ, সেখানে প্রযুক্তি কাজ করছে।’
সূত্র: হিন্দুস্তান টাইমস।
রাকিব