
ছবি: সংগৃহীত
পাসওয়ার্ড চুরি ও হ্যাকিং বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের পাসওয়ার্ড-নির্ভরতা থেকে বের হয়ে আসতে বলছে গুগল। তাদের মতে, এখনই সময় নিরাপত্তা জোরদার করার। কিন্তু গুগলের সাম্প্রতিক এক প্রতিবেদনে ভয়াবহ এক তথ্য উঠে এসেছে—বিশ্বের প্রায় অর্ধেক ব্যবহারকারীই ২-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) ব্যবহার করেন না, ফলে তারা মারাত্মক সাইবার ঝুঁকিতে রয়েছেন।
গুগলের বার্তা: পাসওয়ার্ড নয়, ব্যবহার করুন পাসকি
গুগলের নতুন ‘Scams and Protections’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ মার্কিন ব্যবহারকারী এখনো পুরনো নিরাপত্তা পদ্ধতি যেমন ইউনিক পাসওয়ার্ড ও ২FA-এর ওপর নির্ভরশীল। কিন্তু প্রকৃতপক্ষে, মাত্র ৪৬% থেকে ৪৮% ব্যবহারকারী ২FA সক্রিয় করেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
এদিকে Passkey নামক নতুন নিরাপত্তা পদ্ধতির কথা বলছে গুগল, যেখানে পাসওয়ার্ডের বদলে ডিভাইস-ভিত্তিক অথেনটিকেশন ব্যবহৃত হয়। এতে পাসওয়ার্ড চুরি কিংবা ২FA কোড হ্যাক হওয়ার আশঙ্কা থাকে না।
সবচেয়ে ঝুঁকিতে কারা?
গবেষণায় দেখা গেছে, জেনজি প্রজন্মের ৪০% ব্যবহারকারী পাসকি ব্যবহার করেন, যেখানে বেবি বুমার (১৯৪৬ থেকে ১৯৬৪ সালের মধ্যে জন্ম) প্রজন্মে এই হার মাত্র ২৬%। কিন্তু দুই পক্ষেই ২FA ব্যবহারের হার ৫০%-এর নিচে, যা সমানভাবে বিপজ্জনক।
গুগলের মতে, শুধুমাত্র ইউজার আইডি ও পাসওয়ার্ডের ওপর নির্ভর করা মানেই আপনার ডিজিটাল দরজা খোলা রেখে ‘ভিতরে আসুন’ সাইন ঝুলিয়ে রাখা।
SMS 2FA সবচেয়ে ঝুঁকিপূর্ণ, তবুও সেটাই সবচেয়ে জনপ্রিয়
বর্তমানে অধিকাংশ অনলাইন প্ল্যাটফর্মেই ২FA সুবিধা রয়েছে। কিন্তু এখনো অনেকেই শুধুমাত্র SMS কোড-ভিত্তিক ২FA ব্যবহার করেন, যা সহজেই সিম জ্যাকিং বা ডিভাইস হ্যাকের মাধ্যমে চুরি করা সম্ভব। অথচ রয়েছে আরও নিরাপদ পদ্ধতি, যেমন—অথেনটিকেটর অ্যাপ বা পাসকি।
তথ্য বলছে:
- ২০১৭ সালে ২FA ব্যবহারের হার ছিল মাত্র ৩৩%, যা ২০২৩ সালে এসে দাঁড়ায় ৪৫%-এ।
- কিন্তু এরপর আর উন্নতি হয়নি—বর্তমানে তা ৫০%-এর নিচেই রয়ে গেছে।
- বড় বড় প্রতিষ্ঠানেও মাত্র ৫৭% সম্পূর্ণভাবে ২FA বাস্তবায়ন করেছে।
কী করবেন আপনি?
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, যেটা সহজ মনে হয়, সেটাই ব্যবহার করুন—
- পাসকি সবচেয়ে নিরাপদ
- না পারলে অথেনটিকেটর অ্যাপ
- অন্তত SMS ২FA হলেও চালু রাখুন
একদম কিছুই না ব্যবহার করা মানেই নিজেকে হ্যাকারদের সামনে উন্মুক্ত করে দেওয়া।
সূত্র: ফোর্বস।
রাকিব