
ছবি: জনকণ্ঠ
শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আগামী দিনে এগিয়ে যেতে চাই। শেরপুরবাসী অতীতেও আমার পাশে ছিলেন, আগামীতেও সঠিক নেতৃত্বই বেছে নেবেন।”
শুক্রবার (৪ জুলাই) বিকেলে সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মুখলেছুর রহমান জীবন, জেলা জাসাসের আহ্বায়ক রমজান আলী, সদর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর গণী বাবু, ছাত্রদল নেতা সুমন ও মাসুদ রানা
আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ কয়েক হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।
আবির