
ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে দামি পারফিউম তৈরি করেছে দুবাই—নামের মতোই রাজকীয় এই পারফিউমের নাম ‘শুমুখ’। যার মূল্য ১৩ লাখ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০.৮ কোটি টাকা!
এই অত্যাশ্চর্য সুগন্ধির নির্মাতা হলেন বিখ্যাত পারফিউম ডিজাইনার আসগার আদম আলি, যিনি Nabeel Perfumes ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা। তিন বছর সময় লেগেছে ‘শুমুখ’ তৈরিতে, আর ৪৯৪টি পরীক্ষার পর সম্পূর্ণ হয়েছে এই একেক ফোঁটায় রাজকীয়তার প্রতীক হয়ে ওঠা সুবাস।
শুমুখ’ নামের এই অভিজাত পারফিউম শুধু ঘ্রাণেই নয়, তার বাহ্যিক রূপেও সত্যিকার অর্থেই এক রাজকীয় কাব্য। এটি যেন পারফিউমের বোতলে বন্দি এক শিল্পগাথা, যা বিলাসিতা, ঐতিহ্য এবং প্রযুক্তির সংমিশ্রণে তৈরি।
এই সুগন্ধির জন্য ব্যবহার করা হয়েছে ইতালির বিখ্যাত Murano গ্লাস, যা বিশ্বজুড়ে হাতের কাজ ও জটিল নকশার জন্য পরিচিত। বোতলটির আয়তন ৩ লিটার—একটি সাধারণ পারফিউম বোতলের চেয়ে বহু গুণ বড়।
‘শুমুখ’ বোতলটি রাখা হয়েছে প্রায় ২ মিটার (১.৯৭ মিটার) উঁচু এক বিশেষভাবে নির্মিত ডিসপ্লে কেসে, যা দেখতে অনেকটা রাজপ্রাসাদের ট্রফি কেসের মতো।
এই বোতলের অলঙ্করণে যা যা ব্যবহার করা হয়েছে-
- ৩,৫৭১টি হীরা – প্রতিটি হীরা খাঁটি এবং সুপরিকল্পিতভাবে বসানো হয়েছে, যা একে গ্ল্যামার ও গ্লিটারে পূর্ণ করেছে।
- ২.৫ কেজি ১৮-ক্যারেট স্বর্ণ – বোতলের বিভিন্ন অংশে সোনার খোদাই ও অলংকার শৈলী বোতলটিকে করে তুলেছে চোখধাঁধানো।
- ৫.৯ কেজি খাঁটি রূপা – রূপার সূক্ষ্ম নকশা এটিকে দিয়েছে ভারসাম্যপূর্ণ দীপ্তি।
- মুক্তা ও সুইস টোপাজ – বিলাসবহুলতার শেষ স্পর্শ হিসেবেই ব্যবহৃত হয়েছে এই রত্ন। মুক্তা প্রতীক ঐতিহ্যের, আর সুইস টোপাজ আলো ও স্বচ্ছতার প্রতীক।
বোতলের ডিজাইনে রয়েছে বিভিন্ন প্রতীকী নকশা যা দুবাইয়ের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। যেমন:
- বাজপাখি (Falcon) – আরব মরু সাহসিকতার প্রতীক
- আরবীয় ঘোড়া – গৌরব ও শৌর্যের নিদর্শন
- মুক্তো সংগ্রহ (Pearl diving) – উপসাগরীয় ঐতিহ্যের স্মৃতি
- গোলাপ ও ফুলের নকশা – সুবাসের ভিজ্যুয়াল ব্যাখ্যা
- ফিউচারিস্টিক সিটি-স্কেপ – আধুনিক দুবাইয়ের প্রতিচ্ছবি
পারফিউমের নাম ‘শুমুখ’ অর্থাৎ “যা সবচেয়ে যোগ্য”। এর সুবাসেও পাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ঘ্রাণ—স্যান্ডালউড, আগরউড, ফ্র্যাঙ্কিনসেন্স, কস্তুরি এবং অ্যাম্বার, সঙ্গে আছে তুর্কি গোলাপ ও ইল্যাং-ইল্যাংয়ের মন মাতানো ফুলেল টোন। এটি একটি জেন্ডার-নিউট্রাল ঘ্রাণ।
গিনেস রেকর্ডধারী পারফিউম
শুধু দাম নয়, শুমুখ ভেঙেছে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড:
- সবচেয়ে বেশি হীরা বসানো পারফিউম বোতল
- বিশ্বের সবচেয়ে উঁচু রিমোট-কন্ট্রোল সুগন্ধি স্প্রে সিস্টেম
হ্যাঁ, এই সুগন্ধি নিজেই নিজেকে স্প্রে করতে পারে।
ইসলামী ঐতিহ্য ও আরব সংস্কৃতিতে সুগন্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০১৭ সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ফ্র্যাগরেন্স বাজারের মূল্য ছিল ৬.১ বিলিয়ন ডলার, যা এখন আরও বেড়েছে। আর এই বাজারে ইউএই এগিয়ে আছে বিলাসবহুল পারফিউম তৈরির ক্ষেত্রে।
‘শুমুখ’ এখন প্রদর্শিত হচ্ছে দুবাই মলে-এ। যদিও এখনও কোন ক্রেতার নাম প্রকাশ হয়নি, তবে প্রস্তুতকারীরা বলছেন, অনেকেই ‘আগ্রহ’ দেখিয়েছেন।
মুমু ২