ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

যে কারণে আরও ৯ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

প্রকাশিত: ১০:৫৮, ৫ জুলাই ২০২৫; আপডেট: ১০:৫৯, ৫ জুলাই ২০২৫

যে কারণে আরও ৯ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

ছবি: সংগৃহীত

 

বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ঘোষণা করেছে, তারা আরও ৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। চলতি বছরে এটি মাইক্রোসফটের চতুর্থ দফা গণছাঁটাই। মাইক্রোসফট জানিয়েছে, একাধিক বিভাগ এই ছাঁটাইয়ের আওতায় আসবে, তবে নির্দিষ্ট করে বলা হয়নি ঠিক কোন বিভাগগুলো প্রভাবিত হবে। প্রতিবেদনে বলা হয়েছে, এক্সবক্স গেমিং ইউনিটেও এর প্রভাব পড়বে।

এআই খাতে ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা করেছে মাইক্রোসফট, যেখানে ৮০ বিলিয়ন ডলার খরচ করে বিশাল ডেটা সেন্টার গড়ে তোলা হচ্ছে, যা এআই মডেল ট্রেনিংয়ে ব্যবহৃত হবে। মাইক্রোসফটের এক মুখপাত্র বিবিসিকে বলেন, “বাজারের গতিশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমরা প্রতিষ্ঠানিক পরিবর্তন চালিয়ে যাচ্ছি।”

এই ছাঁটাই মাইক্রোসফটের বৈশ্বিক ২ লাখ ২৮ হাজার কর্মীর প্রায় ৪% এর সমান।

ভিডিও গেম প্রজেক্টও বাতিল
দ্য ভার্জ ও গেমিং পোর্টাল আইজিএন জানিয়েছে, মাইক্রোসফটের গেমিং বিভাগকে পাঠানো এক অভ্যন্তরীণ ইমেইলে জানানো হয়েছে, ‘পারফেক্ট ডার্ক’ রিবুট এবং আরেকটি গেম ‘এভারওয়াইল্ড’ বাতিল করা হয়েছে।

মাইক্রোসফটের মালিকানাধীন দ্য ইনিশিয়েটিভ স্টুডিও, যারা পারফেক্ট ডার্কের রিবুটের কাজ করছিল, সেটিও বন্ধ করে দেওয়া হবে।

এছাড়া ফোর্সা মটরস্পোর্ট নির্মাতা টার্ন ১০ এবং এল্ডার স্ক্রোলস অনলাইন নির্মাতা জেনিম্যাক্স অনলাইন স্টুডিওতেও কর্মী ছাঁটাই হয়েছে। জেনিম্যাক্সের স্টুডিও পরিচালক ম্যাট ফিরোর ঘোষণা দিয়েছেন, ১৮ বছরের বেশি সময় কাজ করার পর জুলাইয়ে পদত্যাগ করবেন তিনি।

এআইতে নজর কেন্দ্রীভূত
মাইক্রোসফটসহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিক বছরগুলোতে এআই বিকাশের দিকে ঝুঁকছে। গত বছর প্রতিষ্ঠানটি ব্রিটিশ এআই গবেষক মুস্তাফা সুলেইমানকে নিয়োগ দিয়ে নতুন মাইক্রোসফট এআই বিভাগ গঠন করেছে।

মাইক্রোসফট ওপেনএআই-এর বড় বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডার। যদিও সাম্প্রতিক মাসগুলোতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের খবর বেরিয়েছে। এদিকে, এআই প্রতিযোগিতায় শীর্ষ প্রতিভা ধরে রাখতে মেটা, অ্যামাজনসহ বড় কোম্পানিগুলো ১০০ মিলিয়ন ডলারেরও বেশি সাইনিং বোনাস অফার করছে।

সূত্র: বিবিসি

আঁখি

×