
ছবি: প্রতীকী
স্মার্টফোন এখন আমাদের জীবনের নিত্যসঙ্গী। কিন্তু এই স্মার্ট ডিভাইসেই লুকিয়ে থাকতে পারে ভয়ংকর ফাঁদ। বিশেষজ্ঞরা সতর্ক করছেন—অনেকেই না বুঝে ফোনে যেসব অ্যাপ ইনস্টল করছেন, তার অনেকগুলোই হতে পারে সাইবার অপরাধীদের হাতিয়ার।
সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এমন কিছু অ্যাপের নাম উঠে এসেছে, যেগুলো ফোনে থাকলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার আশঙ্কা তৈরি হয়। এমনকি হ্যাকাররা দূর থেকে ডিভাইসের পূর্ণ নিয়ন্ত্রণও নিতে পারে।
ভুয়া অ্যাপের ছড়াছড়ি
অনেক অ্যাপ দেখতে মূল অ্যাপের মতো হলেও, আসলে তা ভুয়া ও ক্ষতিকর। এসব অ্যাপের মাধ্যমে ছড়ানো হচ্ছে ম্যালওয়্যার, যার ফলে অজান্তেই ফোনের ছবি, ভিডিও, কনট্যাক্ট লিস্ট, লোকেশনসহ গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে।
বিশেষভাবে চিহ্নিত বিপজ্জনক অ্যাপগুলো হলো:
১. Sex Cryptocurrency – গুগল প্লে স্টোর থেকে ইতোমধ্যে ১০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে। নাম ও লোগোতে সাধারণ ক্রিপ্টো অ্যাপের মতো হলেও, এটি একটি ভয়ংকর ম্যালওয়্যার বহনকারী অ্যাপ।
২. টিকটক ক্লোন অ্যাপ – এটি জনপ্রিয় টিকটক অ্যাপের একটি নকল ভার্সন। ব্যবহারকারীর ব্যাংক ও ডিজিটাল লেনদেন সংক্রান্ত তথ্য চুরি করতে পারে এই অ্যাপ।
৩. WhatsApp Sticker Maker ও Art Filter – এই দুটি অ্যাপ ব্যবহার করলে ফোনের গোপন ছবি, ভিডিও ও কনট্যাক্ট লিস্ট হ্যাকারদের হাতে চলে যেতে পারে। ইতোমধ্যে এতে ম্যালওয়্যার শনাক্ত হয়েছে।
৪. GPS Location Finder, Art Girls Wallpaper HD, Smart QR Creator – দেখতে নিরীহ মনে হলেও এসব অ্যাপ ব্যবহারকারীদের ওপর নজরদারির জন্য ব্যবহৃত হতে পারে।
কীভাবে বুঝবেন অ্যাপটি নিরাপদ কিনা?
নতুন কোনো অ্যাপ ইনস্টল করার আগে নিচের বিষয়গুলো খেয়াল রাখা জরুরি:
- অ্যাপটির ডেভেলপার কে, কতবার ডাউনলোড হয়েছে ও রিভিউ কেমন।
- একই নামের একাধিক অ্যাপ থাকলে সতর্ক হোন।
- অ্যাপটি ইনস্টল করার সময় যদি অডিও, ভিডিও, ক্যামেরা, লোকেশন বা অন্যান্য ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি চায়, তা হলে তা এড়িয়ে চলাই ভালো।
- কোনো অশ্লীল ছবি বা ভিডিওর সঙ্গে যুক্ত থাকলে সেটি একদমই ইনস্টল করবেন না।
আপনার ডিভাইস নিরাপদ রাখতে ফোনে অপ্রয়োজনীয় ও সন্দেহজনক অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন। আগে যাচাই করুন, পরে ইনস্টল করুন।
রাকিব