ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

অনেক ফোনে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ, জানুন আপনার ফোনও রয়েছে কিনা এই তালিকায়

প্রকাশিত: ১৪:২৫, ৫ জুলাই ২০২৫; আপডেট: ১৪:২৬, ৫ জুলাই ২০২৫

অনেক ফোনে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ, জানুন আপনার ফোনও রয়েছে কিনা এই তালিকায়

ছবি: প্রতীকী

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ১ জুন থেকে বেশ কিছু পুরনো স্মার্টফোনে কাজ করা বন্ধ করে দিয়েছে। সফটওয়্যারের ন্যূনতম চাহিদা বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে অ্যাপটির মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা।

হোয়াটসঅ্যাপ ব্যবহারে চালু রাখতে আইফোনে কমপক্ষে iOS 15.1 এবং অ্যান্ড্রয়েড ফোনে Android 5.1 বা এর চেয়ে নতুন সংস্করণ থাকতে হবে। এর চেয়ে পুরনো অপারেটিং সিস্টেম ব্যবহার করলে হোয়াটসঅ্যাপের মেসেজিং ও কলিং ফিচার আর কাজ করবে না।

যেসব আইফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ:

  • iPhone 5s
  • iPhone 6
  • iPhone 6 Plus

(তবে iPhone 6s, 6s Plus ও SE (1st Gen) আপডেটযোগ্য হওয়ায় আপাতত বাদ পড়ছে না)

যেসব অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ:

  • Samsung Galaxy S4
  • Galaxy Note 3
  • Sony Xperia Z1
  • LG G2
  • Huawei Ascend P6
  • Moto G (1st Gen)
  • HTC One X

এছাড়া Android 5.0 বা তার আগের সংস্করণ চালিত যেকোনো ফোনেই হোয়াটসঅ্যাপ চলবে না।

আপনার ফোনে কোন ভার্সন চলছে, জানবেন যেভাবে:

আইফোনে: Settings > General > About > iOS Version

অ্যান্ড্রয়েডে: Settings > About Phone > Android Version

এ তথ্য জানা গুরুত্বপূর্ণ, কারণ অ্যাপগুলো নিয়মিত তাদের সফটওয়্যার নীতিমালা হালনাগাদ করে, যা পুরনো ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।

কেন বন্ধ করা হচ্ছে এইসব ফোনে হোয়াটসঅ্যাপ?

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রতি বছর নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে কোন কোন ডিভাইস ও অপারেটিং সিস্টেম পুরনো হয়ে গেছে, ব্যবহারকারী কম, কিংবা নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে। এসব ডিভাইসে নতুন ফিচার ও নিরাপত্তা সুবিধা সঠিকভাবে চালু রাখা সম্ভব নয়। তাই এসব ফোনের জন্য সমর্থন বন্ধ করে উন্নতমানের ফিচার, নিরাপত্তা ও পারফরম্যান্সে নজর দিতে চায় হোয়াটসঅ্যাপ।

ব্যবহারকারীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে হলে তাদের ফোন আপডেট করতে হবে বা নতুন ডিভাইসে স্থানান্তর করতে হবে।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×