ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

নালিতাবাড়ীর গারো পাহাড়ে বন্যহাতির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর

প্রকাশিত: ১৫:১২, ৫ জুলাই ২০২৫

নালিতাবাড়ীর গারো পাহাড়ে বন্যহাতির মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড় থেকে একটি পূর্ণবয়স্ক মাদি (স্ত্রী) বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকার পাহাড়ের ঢাল থেকে ওই মৃত হাতিটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার দাওধারা কাটাবাড়ি পাহাড়ি এলাকায় শুক্রবার রাতব্যাপী তাণ্ডব চালায় ৩০/৪০টির একদল বন্যহাতি। তাণ্ডব চালিয়ে পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষের বাড়ির বাঁশঝাড়ের বাঁশের কুঁড়ুল খায় ও রোপিত আকাশমণি গাছের ছাল-বাকল খেয়ে ভেঙে গুড়িয়ে দেয়। গ্রামবাসীরা ডাক চিৎকার করে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হন। এক পর্যায়ে শনিবার ভোররাতে একটি মাদি (স্ত্রী) বন্যহাতি পাহাড়ের ঢালে পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। এসময় ওই হাতিটিকে অন্য হাতিরা ঘিরে রাখে। ভোরের আলো ফুটে উঠলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। পরে লোকজন জড়ো হতে থাকলে মৃত হাতিটি রাখা অন্য হাতিগুলো পাহাড়ের গভীর জঙ্গলে লুকিয়ে পড়ে।

ওই এলাকার বাসিন্দা গারো আদিবাসী মি. ডিলি সাংমা বলেন, আমি সকাল বেলা লোক সমাগম দেখে জানতে পারি এখানে একটি মৃত বন্যহাতি পড়ে আছে। কিন্তু কিভাবে মারা গেছে তা আমি জানি না। এই খবর পেয়ে বন বিভাগের লোকজন পশু ডাক্তারসহ ঘটনাস্থলে ছুটে আসেন। ডাক্তার মৃত হাতির দেহ থেকে ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করার পর পাশের জঙ্গলে হাতিটিকে পুঁতে রাখেন।

এ বিষয়ে বন বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমীন বলেন, মৃত বন্যহাতিটা পূর্ণবয়স্ক মাদি (স্ত্রী) হাতি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি হাতিটি মাটিতে লুটিয়ে পড়ে আছে। হাতির শুঁড়ের মধ্যে একটু পোড়া দাগ লক্ষ করা গেছে। তবে ঠিক কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা পোস্টমর্টেম রিপোর্ট এলে বোঝা যাবে।

জানতে চাইলে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, আমি রাত তিনটার দিকে খবর পাই যে, দাওধারা কাটাবাড়ি এলাকায় একটি বন্যহাতি মারা গেছে। ঘটনাস্থলে এসে আমরা বিষয়টি তদন্ত শুরু করেছি। মৃত হাতিটির ময়নাতদন্ত করা হবে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, নালিতাবাড়ীর গারো পাহাড়ে বন্যহাতি মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকারসহ অন্যান্য বন বিভাগের কর্মকর্তারা।

আফরোজা

×