ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ক্লাব বিশ্বকাপে

ব্রাজিলের এক ক্লাবকে হারিয়ে অন্য ক্লাবের মুখোমুখি চেলসি

প্রকাশিত: ১০:১৭, ৫ জুলাই ২০২৫

ব্রাজিলের এক ক্লাবকে হারিয়ে অন্য ক্লাবের মুখোমুখি চেলসি

ছবি: সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি। শেষ আটের এই জয়ের পর সেমিফাইনালে তাদের প্রতিপক্ষও হবে আরেকটি ব্রাজিলিয়ান ক্লাব, ফ্লুমিনেন্স।

লিওনেল মেসির ইন্টার মায়ামিকে টপকে গ্রুপসেরা এবং শেষ ষোলোয় স্বদেশি বোতাফোগোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসা পালমেইরাস, চেলসিকে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিল। ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতেই বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহত দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভাকে শ্রদ্ধা জানানো হয়। চেলসির পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো জোতা ও আন্দ্রের নাম লেখা বিশেষ জার্সি নিয়ে মাঠে আসেন।

ম্যাচে চেলসির দাপট ছিল একচ্ছত্র। তারা ৬৩ শতাংশ বলের দখল রেখে ১৯টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, পালমেইরাস ৩৭ শতাংশ বলের দখল রাখলেও ৭টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। পালমেইরাস মূলত প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেললেও ম্যাচজুড়ে দারুণ রক্ষণ সামলেছে।

ম্যাচের ১৬ মিনিটেই কোল পালমার দুর্দান্ত এক ফিনিশিংয়ে চেলসিকে এগিয়ে দেন। ট্রেভো চ্যালোবার কাছ থেকে বল পেয়ে লেগে থাকা ডিফেন্ডারদের কোনো সুযোগ না দিয়ে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ তারকা। প্রথমার্ধে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় চেলসি।

বিরতির পর চেলসিকে চমকে দিয়ে পালমেইরাসকে সমতায় ফেরান এস্তেভাও। ৫৩ মিনিটে বক্সের ভেতর থেকে অসাধারণ এক শটে গোল করেন আগামী মৌসুমে চেলসিতে খেলতে যাওয়া এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর পালমেইরাস চেলসির একের পর এক আক্রমণ ঠেকিয়ে যাচ্ছিল। তবে ম্যাচের ৮৩ মিনিটে অগাস্তিন গিয়াইয়ের আত্মঘাতী গোলে কপাল পোড়ে পালমেইরাসের। মালো গুস্তোর শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান গিয়াই, যা শেষ পর্যন্ত পালমেইরাসের হতাশার কারণ হয় এবং চেলসিকে জয় এনে দেয়।

উল্লেখ্য, ২০২২ সালের ক্লাব বিশ্বকাপ ফাইনালেও চেলসি ও পালমেইরাস মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচেও চেলসি ২-১ গোলে জিতেছিল। আজকের এই ফল অফিশিয়াল ক্লাব প্রতিযোগিতায় ব্রাজিলিয়ান ও ইংলিশ ক্লাবগুলোর মুখোমুখি লড়াইয়ে সমতা ফিরিয়ে এনেছে; দুই দেশের ক্লাবগুলোর মধ্যে হওয়া ১০টি ম্যাচে ৫টিতে ব্রাজিল এবং অন্য ৫টিতে ইংল্যান্ড জয় লাভ করেছে।

সাব্বির

×