
ছবি: সংগৃহীত
আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা গুলি ও হামলা চালিয়েছে, তাদের বিচার নিশ্চিত না করে কোনো নির্বাচনে যাওয়া হবে না।
শনিবার (৫ জুলাই) সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “এই বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ যেভাবে আমাদের ভাই-বোনদের গুলি করে হত্যা করেছে, তাদের বিচার এই দেশের জনগণই নিশ্চিত করবে। আগে বিচার হবে, তারপর সংস্কার, তারপর নির্বাচন।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের বিচার দীর্ঘমেয়াদি একটি প্রক্রিয়া হলেও তার সূচনা এখনই করতে হবে। বিচার প্রক্রিয়া দৃশ্যমান হতে হবে এবং একটি নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। শহীদ ও আহত পরিবারগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে।”
নাহিদ ইসলাম জানান, নির্বাচন কোনো ১৪, ১৮ বা ২৪ মার্কার মতো যেনতেনভাবে নয়, বরং জনগণের প্রতিনিধিত্বমূলক হতে হবে। “এটা শুধু বর্তমান সরকারের বিষয় না, ভবিষ্যতের যেকোনো সরকারকেই এই দাবি মেনে চলতে হবে,” বলেন তিনি।
তিনি জানান, দেশের কাঠামোগত সংস্কার এবং বিচার নিশ্চিতের লক্ষ্যে জুলাই ঘোষণাপত্র জাতীয় ঐকমত্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সভায় উপস্থিত ছিলেন।
নোভা