ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

৯০০০ বছর আগের শহর, শাসন করতেন শুধু নারীরা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৫, ৫ জুলাই ২০২৫

৯০০০ বছর আগের শহর, শাসন করতেন শুধু নারীরা!

ছবি: সংগৃহীত

প্রাচীন তুরস্কের দক্ষিণ আনাতোলিয়ার নব্য প্রস্তর যুগের শহর তালহোয়ুকে পাওয়া কঙ্কালের ডিএনএ বিশ্লেষণে উঠে এলো এক চমকপ্রদ তথ্য। এই শহর সম্ভবত নারীনিয়ন্ত্রিত বা মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থার অধীন ছিল।

সম্প্রতি সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, কাতালহোয়ুকে পাওয়া ১৩০টিরও বেশি কঙ্কালের জিনগত বিশ্লেষণে দেখা যায়, সমাজে মাতৃকেন্দ্রিক পরিবার কাঠামো ছিল প্রচলিত। নারীরা থাকতেন নিজের পরিবারের ঘরে, আর পুরুষরা বিবাহসূত্রে সেখানে আসতেন।

৯০০০ থেকে ৮০০০ খ্রিস্টপূর্বে নির্মিত এই শহরের ঘরের মেঝের নিচে ৩৯৫টি কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। গবেষণায় দেখা গেছে, শুরুতে আত্মীয়স্বজনদের একসঙ্গে কবর দেওয়া হতো, তবে সময়ের সঙ্গে সঙ্গে কেবল মা–দিক ধরে থাকা রক্তসম্পর্ক বজায় থাকে। এটি প্রমাণ করে—নারীরাই ছিলেন পরিবার ও সম্পদের মূল স্তম্ভ।

এছাড়া, নারী কবরগুলিতে পুরুষদের তুলনায় ৫ গুণ বেশি সমাধি সামগ্রী পাওয়া গেছে—যা বোঝায় সমাজে তাঁদের উচ্চ মর্যাদা ছিল। এ ছাড়া শহরে পাওয়া অসংখ্য নারী মূর্তিও ইঙ্গিত দেয় এক “মাদার গডেস” সংস্কৃতির, যেখানে নারীদেরকে আধ্যাত্মিক ও সামাজিকভাবে পূজ্য মনে করা হতো।

গবেষণার অন্যতম লেখক ড. এলিনে স্কটসম্যান্স বলেন, আমাদের আধুনিক পুরুষপ্রধান সমাজ কাঠামোর দৃষ্টিকোণ থেকে প্রাচীন ইতিহাসকে মূল্যায়ন করলে অনেক ভুল ধারণা তৈরি হয়। বাস্তবে বহু প্রাচীন ও আদিবাসী সংস্কৃতিতে মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা প্রচলিত ছিল।

মুমু ২

×