ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ছবিতে কয়টি প্রাণী আছে? যাচাই করুন আপনার চোখের দৃষ্টি কতটা তীক্ষ্ণ!

প্রকাশিত: ১২:৫৯, ৫ জুলাই ২০২৫

ছবিতে কয়টি প্রাণী আছে? যাচাই করুন আপনার চোখের দৃষ্টি কতটা তীক্ষ্ণ!

ছবি: সংগৃহীত

সম্প্রতি ফেসবুকে শেয়ার হওয়া একটি ভিজ্যুয়াল ব্রেইন টিজার বা চাক্ষুষ ধাঁধা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে তীব্র কৌতূহল ও বিতর্কের জন্ম দিয়েছে। ধাঁধাটি প্রথম দর্শনে সহজ মনে হলেও, খুঁটিয়ে না দেখলে অনেকেই ভুল উত্তর দিচ্ছেন। ভারতের আরশদীপ সোনি নামের এক ফেসবুক ব্যবহারকারী ধাঁধাটি শেয়ার করেন। ছবিতে একটি হাতির স্কেচ দেখা গেলেও এর ভেতর ও আশেপাশে লুকিয়ে আছে আরও অনেক প্রাণী, যাদের খুঁজে বের করাই আসল চ্যালেঞ্জ।

ছবির প্রতিটি রেখা ও ছায়া যেন একেকটি প্রাণীর ছদ্মবেশ! হাতিটি সহজেই চেনা গেলেও, বাকি প্রাণীগুলো এমনভাবে লুকিয়ে রয়েছে যে চোখের সামনেই থেকেও চোখে পড়ে না। এই ধাঁধার মূল প্রশ্ন—ছবিটিতে মোট কয়টি প্রাণী রয়েছে? সোজা মনে হলেও, এটি একটি কঠিন পর্যবেক্ষণ ও মনোযোগের পরীক্ষা। অনেকেই ভিন্ন ভিন্ন সংখ্যা বলছেন, কেউ দেখছেন 7টি, কেউবা 10টি প্রাণী। তবে এর সঠিক উত্তর পেতে হলে প্রয়োজন একাগ্রতা ও সূক্ষ্ম দৃষ্টি। সামাজিক মাধ্যমে ধাঁধাটি ভাইরাল হয়ে যাওয়ার পর বহু মানুষ তা নিয়ে মতবিরোধে জড়িয়েছেন, যা আবারও প্রমাণ করে দিয়েছে—চোখকে সবসময় বিশ্বাস করা যায় না!

শিহাব

×