
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তি এ সপ্তাহেই হতে পারে। তিনি জানিয়েছেন, হামাসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেওয়া প্রস্তাবে "ইতিবাচক মনোভাব" প্রকাশ করাটা ভালো লক্ষণ।
এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, তিনি যদিও চলমান আলোচনা সম্পর্কে বিস্তারিতভাবে অবগত নন, তবে মনে করেন একটি সমঝোতা শিগগিরই হতে পারে।
হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব নিয়ে তারা "তাৎক্ষণিকভাবে" আলোচনায় বসতে প্রস্তুত। গাজার সিভিল ডিফেন্স সংস্থা বলেছে, ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত ৫০ জনের বেশি নিহত হয়েছে।
হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদও আলোচনায় সম্মত হয়েছে। তবে তারা দাবি করেছে, এই আলোচনায় অবশ্যই একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা থাকতে হবে। এই ঘোষণা হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে পরামর্শের পর আসে।
এদিকে, আগামী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে। তখন তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। ট্রাম্প এ যুদ্ধে অবসান চাচ্ছেন, যা এখন ২১তম মাসে প্রবেশ করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ৫৭,২৬৮ জন নিহত এবং ১,৩৫,৬২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি লোককে অপহরণ করা হয়।
সূত্র: আল জাজিরা
এম.কে.