
ছবি: সংগৃহীত
রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিট ডজনখানেক ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। সেন্ট পিটার্সবার্গের আশপাশেও দুটি ড্রোন ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্দার দ্রোজদেনকো।
দ্রোজদেনকো তার টেলিগ্রাম বার্তায় জানান, সেন্ট পিটার্সবার্গ শহরের দক্ষিণাঞ্চলের দুটি ভিন্ন জেলায় ড্রোন দুটি গুলি করে নামানো হয়েছে। এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সতর্কতামূলকভাবে কিছু সময়ের জন্য পুলকোভো বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়।
পশ্চিম রাশিয়ার স্মোলেনস্ক অঞ্চলের গভর্নর জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট তিনটি ড্রোন ধ্বংস করেছে, এবং এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ইউক্রেনের সীমানার কাছের ভোরোনেজ অঞ্চলের গভর্নরও জানান, তাদের অঞ্চলেও “একাধিক” ড্রোন ধ্বংস করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, তিন ঘণ্টার মধ্যে মোট ৪২টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ৩৭টি ড্রোন ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরদ, ব্রায়ানস্ক ও কুরস্ক অঞ্চলে ধ্বংস করা হয়।
ইউক্রেন সম্প্রতি রাশিয়ার ভেতরে দীর্ঘপথ অতিক্রম করে হামলা চালানোর জন্য ড্রোন ব্যবহার ক্রমশ বাড়িয়েছে। গত মাসে "স্পাইডার’স ওয়েব" নামে একটি অভিযানে একাধিক রুশ বোমারু বিমানকে টার্গেট করে হামলা চালানো হয়।
অন্যদিকে, রাশিয়াও ইউক্রেনের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কিয়েভের ওপর রেকর্ডসংখ্যক ৫৩৯টি ড্রোন এবং ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাতের ওই হামলায় রুশ ড্রোনগুলোকে প্রতিহত করতে ইউক্রেন সফলভাবে ড্রোন প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করেছে।
নোভা