ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

আমিরাতে ৮৪ কোটি টাকার লটারি জিতলেন এক প্রবাসী বাংলাদেশি

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৮, ৫ জুলাই ২০২৫

আমিরাতে ৮৪ কোটি টাকার লটারি জিতলেন এক প্রবাসী বাংলাদেশি

ছ‌বি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক বাংলাদেশি প্রবাসী বিগ টিকিট ড্রতে ২.৫ কোটি দিরহাম সমমানের ৮৪ কোটি টাকা জিতেছেন। তার নাম নাসের মোহাম্মদ বেলাল। তিনি আবুধাবিতেই থাকেন। তবে বিজয় ঘোষণার সময় শোর উপস্থাপক রিচার্ড ও বুশরার ফোনকলের জবাব তিনি দেননি।

তিনি ২৪ জুন কেনা ০৬১০৮০ নম্বর টিকিট দিয়ে এই বিশাল পুরস্কার জেতেন। বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, বেলালের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

গত মাসে আমিরাত নাগরিক মুবারক ঘারিব রাশেদ সালেম আল জাহেরি ২০ মিলিয়ন দিরহামের পুরস্কার জিতেছিলেন। একই ড্রতে বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী সাপ্তাহিক ই-ড্র-এ ১ লাখ ৫০ হাজার দিরহাম জিতেছিলেন। 

আবির

×