ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

মিথ্যা ড্রোন হামলার গল্প ফেঁদে বসকে প্রতারিত করলেন ভারতীয় প্রযুক্তিবিদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:২৭, ৫ জুলাই ২০২৫

মিথ্যা ড্রোন হামলার গল্প ফেঁদে বসকে প্রতারিত করলেন ভারতীয় প্রযুক্তিবিদ

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার পটভূমিতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেল এক চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় সফটওয়্যার প্রকৌশলী সোহাম পারেখ মিথ্যা ড্রোন হামলার গল্প ফেঁদে নিজের প্রাক্তন বসকে guilt trip করার চেষ্টা করেছেন। বিষয়টি ফাঁস করেছেন লিপিং এআই-এর সহ-প্রতিষ্ঠাতা আর্কাদি তেলেগিন, যিনি এক্স (সাবেক টুইটার)-এ পুরো ঘটনা ও চ্যাট স্ক্রিনশট প্রকাশ করেন।

২০২৫ সালের মে মাসে যখন ভারত ‘অপারেশন সিন্দুর’ চালায়, তখন সোহাম দাবি করেন, “আমার বাড়ির ১০ মিনিট দূরে একটা ড্রোন আঘাত করেছে।” কিন্তু বাস্তবে তিনি ছিলেন মুম্বাইয়ে, যেখানে এমন কোনো ঘটনা ঘটেনি।

তেলেগিন আরও অভিযোগ করেন, সোহাম ওই সময় কোডিংয়ে বিলম্বের জন্য যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করতেন।

এই ঘটনার মধ্যে আরেকটি বিস্ফোরক তথ্য প্রকাশ করেন মিক্সপ্যানেলের প্রাক্তন সিইও সুহেল দোশি। তিনি এক্স-এ লিখেছেন, “সোহাম একসাথে ৩৪টি স্টার্টআপে চাকরি করতেন। তিনি ইয়াসি (YC) কোম্পানিগুলিকে লক্ষ্য করতেন এবং ভুয়া সিভি ব্যবহার করতেন।”

তিনি আরও জানান, সোহামকে নিয়োগ দেওয়ার এক সপ্তাহের মধ্যেই বরখাস্ত করা হয়। কিন্তু এরপরও তিনি একের পর এক কোম্পানিতে কাজ চালিয়ে গেছেন।

সমালোচনার মুখে সোহাম এক্স-এ নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন,“আমি গর্বিত নই। আর্থিক সংকটেই এমনটা করেছি। কেউ ইচ্ছা করে সপ্তাহে ১৪০ ঘণ্টা কাজ করে না।”

তিনি জানান, সব কাজ একা করেছেন—কোনো এআই বা সহকারী ছাড়া।

বর্তমানে তিনি ডারউইন নামক একটি নতুন AI স্টার্টআপে চাকরি করছেন, যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। কোম্পানির সিইও সঞ্জিত জুনেজা তাকে সমর্থন দিয়ে বলেন, “সোহাম অসাধারণ প্রতিভাবান একজন ইঞ্জিনিয়ার। আমরা বিশ্বাস করি তিনি আমাদের পণ্যের বাজারে প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

সোহামও জানিয়েছেন, এখন থেকে তিনি আর অতিরিক্ত কোনো চাকরি করবেন না।

মুমু ২

×