ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

বিশ্বের দ্বিতীয় ধনী এখন ল্যারি এলিসন, জাকারবার্গ-বেজোসকে যেভাবে পেছনে ফেললেন!

প্রকাশিত: ০৪:০৭, ৫ জুলাই ২০২৫; আপডেট: ০৪:০৮, ৫ জুলাই ২০২৫

বিশ্বের দ্বিতীয় ধনী এখন ল্যারি এলিসন, জাকারবার্গ-বেজোসকে যেভাবে পেছনে ফেললেন!

ছবি: সংগৃহীত

অরাকল (Oracle)-এর সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও চিফ টেকনোলজি অফিসার লারি এলিসন এখন বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি—এমনটাই জানিয়েছে প্রভাবশালী অর্থবিষয়ক ম্যাগাজিন Forbes। তিনি এখন টেসলার সিইও ইলন মাস্কের ঠিক পরে এবং মেটার সিইও মার্ক জাকারবার্গের ঠিক আগে অবস্থান করছেন।

৮০ বছর বয়সী এলিসন ২০২৫ সালের জুলাইয়ের শুরুতে এই অবস্থানে উঠে আসেন, যখন তিনি জাকারবার্গ এবং অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে দেন। Forbes-এর তথ্যমতে, জুন মাসে তার কোম্পানির শেয়ারমূল্য ৩২ শতাংশ বেড়ে সর্বকালের উচ্চতায় পৌঁছালে এলিসনের সম্পদ প্রায় ৫৬ বিলিয়ন ডলার বেড়ে যায়।

বর্তমানে তিনি অরাকলের প্রায় ৪০ শতাংশ মালিক। ২ জুলাই পর্যন্ত এলিসনের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮১ বিলিয়ন ডলার। এর আগেও তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে স্বল্প সময়ের জন্য বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির আসনে পৌঁছেছিলেন।

অরাকলের সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারণ এর ক্লাউড প্রযুক্তি ব্যবসা, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI মডেল প্রশিক্ষণের মতো সেবা চালাতে ব্যবহৃত হচ্ছে। বিশ্বব্যাপী AI খাতে ব্যাপক চাহিদা বৃদ্ধির ফলে অরাকল এবং এলিসন—দুজনেরই উত্থান ঘটেছে।

যদিও Forbes এলিসনকে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করেছে, Bloomberg-এর তথ্যমতে এখনো দ্বিতীয় স্থানে রয়েছেন জাকারবার্গ।

Forbes অনুযায়ী, ২ জুলাই পর্যন্ত জাকারবার্গের সম্পদ প্রায় ২৪৮ বিলিয়ন ডলার এবং Bloomberg-এর হিসেবে এলিসনের সম্পদ ২৪৬ বিলিয়ন ডলার, আর জাকারবার্গের ২৫২ বিলিয়ন ডলার।

এই ধরণের সম্পদ র‍্যাংকিং প্রায় প্রতিদিনই পরিবর্তন হয় এবং প্রতিটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব হিসাবের ভিত্তিতে সম্পদের পরিমাণ নির্ধারণ করে।

আসিফ

×