ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

গোপন ফাইল রক্ষায় গুগল ড্রাইভে আসলো অতিরিক্ত লক—জানুন ‘প্রাইভেসি স্ক্রিন’ চালুর উপায়

প্রকাশিত: ০৩:৪৬, ৫ জুলাই ২০২৫; আপডেট: ০৩:৪৭, ৫ জুলাই ২০২৫

গোপন ফাইল রক্ষায় গুগল ড্রাইভে আসলো অতিরিক্ত লক—জানুন ‘প্রাইভেসি স্ক্রিন’ চালুর উপায়

ছবি: সংগৃহীত

মোবাইলে গুগল ড্রাইভ খুলে দেখেছেন, ফোনে কেউ হাত দিলেই এক ক্লিকেই আপনার সব ফাইল দেখা যাচ্ছে? এমন বিপদ এড়াতে গুগল চালু করেছে নতুন একটি ফিচার—‘প্রাইভেসি স্ক্রিন’। এই ফিচার চালু করলে গুগল ড্রাইভ অ্যাপ খোলার আগেই আপনার ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট যাচাই করবে, ঠিক যেন আরেকটি আলাদা লক স্ক্রিন।

এই ফিচার নির্দিষ্ট কোনো ডকুমেন্ট লুকিয়ে রাখে না; বরং পুরো গুগল ড্রাইভ অ্যাপকেই লক করে দেয়, যাতে আপনি না থাকলে কেউ সেটি খুলতেই না পারে। ব্যক্তিগত তথ্য হোক বা ব্যবসায়িক চুক্তিপত্র—ফোন আনলক থাকলেও ড্রাইভে ঢুকতে বাধা দেবে এই নিরাপত্তা ব্যবস্থা।

কীভাবে গুগল ড্রাইভে ‘প্রাইভেসি স্ক্রিন’ চালু করবেন:

ধাপ ১: আপনার মোবাইলে গুগল ড্রাইভ অ্যাপ খুলুন

ধাপ ২: উপরের দিকে ডান পাশে থাকা তিনটি দাগ বা মেনু আইকনে ট্যাপ করুন

ধাপ ৩: ‘Settings’ অপশনটি বেছে নিন

ধাপ ৪: নিচে স্ক্রল করে ‘Privacy Screen’ অপশনে ট্যাপ করুন

ধাপ ৫: টগল সুইচটি চালু করুন (যাতে ফিচারটি অ্যাকটিভ হয়ে যায়)

এবার থেকে কেউ আপনার ফোন হাতে নিলেও গুগল ড্রাইভ খুলতে পারবে না, যতক্ষণ না আপনি নিজে ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অনুমতি দেন।

ডেটা প্রাইভেসি-এর এই সহজ কিন্তু কার্যকরী পদক্ষেপ আমাদের মোবাইল-কেন্দ্রিক কাজের পরিবেশে বড়সড় সুরক্ষা জোগাতে পারে। এখনই চালু করে ফেলুন ‘প্রাইভেসি স্ক্রিন’, নিরাপত্তা থাকুক আপনার নিয়ন্ত্রণে।

আসিফ

×