
ছবি: সংগৃহীত
বৈশ্বিক কর্মী ছাঁটাই কৌশলের অংশ হিসেবে ২৫ বছর পর পাকিস্তানে নিজেদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এই খবর নিশ্চিত করেছে ভারতীয় পত্রিকা দ্য হিন্দু এবং পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন।
মাইক্রোসফট পাকিস্তানের সাবেক প্রতিষ্ঠাতা কান্ট্রি ম্যানেজার জাওয়াদ রেহমানের লিঙ্কডইন পোস্টের বরাত দিয়ে ডন জানিয়েছে, মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করছে। এই খবরে শুক্রবার (৪ জুলাই) পাকিস্তানের বিভিন্ন স্টেকহোল্ডার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, মাইক্রোসফটের অফিস বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি আরও সমস্যার মুখে পড়বে।
জাওয়াদ রেহমান দাবি করেছেন, মাইক্রোসফটের মতো বিশ্বব্যাপী টেক জায়ান্টরাও পাকিস্তানে ব্যবসার পরিবেশকে অস্থিতিশীল বলে মনে করছে। তিনি আরও জানান, একসময় মাইক্রোসফট পাকিস্তানে তাদের ব্যবসা সম্প্রসারণের কথা বিবেচনা করলেও, দেশের অস্থির পরিস্থিতির কারণে কোম্পানিটি ২০২২ সালের শেষের দিকে ভিয়েতনামকে বেছে নেয়।
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভিও মাইক্রোসফটের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি বলেছেন, "এটি আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি উদ্বেগজনক লক্ষণ।"
উল্লেখ্য, ২০০০ সালের জুন মাসে মাইক্রোসফট পাকিস্তানে তাদের কার্যক্রম শুরু করেছিল।
সাব্বির