
“আমি শেরপুরের মাটি ও মানুষের সন্তান। আপনাদের ভালোবাসা আর আস্থাকে পুঁজি করেই শেরপুরের উন্নয়নে কাজ করে যেতে চাই”—বলেছেন শেরপুর-১ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে সদর উপজেলার সাপমারী উচ্চ বিদ্যালয় মাঠে ভাতশালা, কামারিয়া ও রৌহা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. প্রিয়াংকা বলেন, “আমি যদি দলীয় মনোনয়ন পাই, তবে আপনারা আমাকে একবার সুযোগ দিন। আমি প্রমাণ করবো—জনগণের পক্ষে থেকে, দুর্নীতিমুক্তভাবে কিভাবে উন্নয়ন করা যায়।”
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী। তিনি বলেন, “আমরা দেশের জন্য রাজনীতি করি, দুর্নীতি নয়। আর দুর্নীতিবাজদের একমাত্র ভয় হচ্ছে দেশনায়ক তারেক রহমান।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। তিনি বলেন, “বর্তমান সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ। জনগণ এখন সত্যিকারের গণতন্ত্রের জন্য অপেক্ষায় আছে।”
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ। এছাড়াও বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য এস এম শহিদুল ইসলাম, মো. আতাহারুল ইসলাম আতা, যুবদলের সদর আহ্বায়ক পারভেজ আহম্মেদ, আওয়াল সরকার প্রমুখ।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপি এখন আরও শক্তিশালী হচ্ছে। দেশের জনগণ পরিবর্তন চায়—সে পরিবর্তনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
উক্ত কর্মীসভায় ইউনিয়নের শত শত নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কর্মসূচি পরিণত হয় গণজমায়েতে, যেখানে উপস্থিত ছিলেন নানা বয়সের ও শ্রেণিপেশার মানুষ।
আঁখি