
এসকেএস ফাউন্ডেশন ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্ত নিম্নলিখিত পদে কর্মী নিয়োগের জন্য লিখিত আবেদনপত্র আহ্বান করেছে।
১. পদের নাম: সমন্বয়কারী (প্রশিক্ষণ)। পদ সংখ্যা: ১টি। সাকল্যে বেতন: ৬০,০০০-৮০,০০০/- (শিক্ষানবিশকালে)। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে মাস্টার্স। অভিজ্ঞতা: পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এনজিওতে কর্মী দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, বাজেট উপস্থাপন এবং বিভিন্ন সিডিউল ও মডিউল তৈরির কমপক্ষে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।
২. পদের নাম: সহকারী সমন্বয়কারী (অর্থ)। পদ সংখ্যা: ১টি। সাকল্যে বেতন: ৫০,০০০-৭০,০০০/- (শিক্ষানবিশকালে)। শিক্ষাগত যোগ্যতা: সিএ ইন্টারমিডিয়েট/সিএ নলেজলেভেল/সিএ প্রফেশনালসহ (লেভেল-১) হিসাববিজ্ঞান/ফাইন্যান্স হতে স্নাতকোত্তর। অভিজ্ঞতা: এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে হিসাব বিভাগে কাজ করার কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং হিসাব সংক্রান্ত রিপোর্টি- এ দক্ষ হতে হবে। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।
৩. পদের নাম: এরিয়া ম্যানেজার। পদ সংখ্যা: ২০টি। সাকল্যে বেতন: ৪৩,৭০০-৬৫,০০০/- (শিক্ষানবিশকালে)। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে মাস্টার্স/৪ বছর মেয়াদি অনার্স। অভিজ্ঞতা: এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে ৫টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
৪. পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার। পদ সংখ্যা: ৩০টি। সাকল্যে বেতন: ৩৩,৩১৩-৫০,০০০/- (শিক্ষানবিশকালে)। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে মাস্টার্স/স্নাতক ডিগ্রি। অভিজ্ঞতা: এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
৫. পদের নাম: সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (ফিল্ড কালেকশন)। পদ সংখ্যা: ১০০টি। সাকল্যে বেতন: ২৫,৯৭০-৪০,০০০/- (শিক্ষানবিশকালে)। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে মাস্টার্স। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অভিজ্ঞতা: এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বনিম্ন ২৫ বছর।
৬. পদের নাম: ফিল্ড অফিসার। পদ সংখ্যা: ১০০টি। সাকল্যে বেতন: ২০,৯৩০-৩৫,০০০/- (শিক্ষানবিশকালে)। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে মাস্টার্স। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অভিজ্ঞতা: এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ১-২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
৭. পদের নাম: ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। পদ সংখ্যা: ১০০টি। সাকল্যে বেতন: ১৮,৮০০-৩০,০০০/- (শিক্ষানবিশকালে)। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ডিগ্রি পাস। অভিজ্ঞতা: এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ১-২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
৮. পদের নাম: ট্রেইনি ফিল্ড স্টাফ। পদ সংখ্যা: ১০০টি। সাকল্যে বেতন: ১০,০০০-১৫,০০০/- (শিক্ষানবিশকালে)। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতা: এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
বি:দ্র: লিখিত আবেদন পত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত (ই-মেইল ও মোবাইল নম্বর উল্লেখসহ), ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে।
বিস্তারিত: https://www.sks-bd.org/index.php/career
আবেদনের শেষ তারিখ ও ঠিকানা: ১০ জুলাই ২০২৫ তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা-৫৭০০- এই ঠিকানায় ডাক/কুরিয়ার/সরাসরি পাঠাতে হবে।
প্যানেল