
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত অফিসের শূন্য পদসমূহের লোক নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
১. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ৩টি রেজিস্ট্রারের অফিস (শিক্ষা-৩)- ১টি, {রেজিস্ট্রারের অফিস (শিক্ষা-৪)- ২টি}। বেতন স্কেল: ৯৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম।
২. পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান (প্রাণিবিদ্যা বিভাগ)। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-। গ্রেড: ১১তম।
৩. পদের নাম: ক্রাফট ইন্সট্রাক্টর {(মেকানিক্যাল)- লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট)}। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-। গ্রেড: ১৩তম।
আবেদনের শেষ সময়: ১৭ জুলাই ২০২৫।
প্যানেল