ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

২০০ পরিবারের একমাত্র রাস্তায় টিনের বেড়া, ভোগান্তিতে এলাকাবাসী

শামসুর রহমান হৃদয়, কন্ট্রিবিউটিং রিপোর্টার,  গাইবান্ধা

প্রকাশিত: ১৯:৪৮, ৪ জুলাই ২০২৫

২০০ পরিবারের একমাত্র রাস্তায় টিনের বেড়া, ভোগান্তিতে এলাকাবাসী

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব পাড়ায় প্রায় ২০০ পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তায় টিনের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে মারাত্মক দুর্ভোগে পড়েছেন উক্ত  এলাকার লোকজন।  

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব পাড়ার ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর যাতায়াতের একমাত্র সহজ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ স্কুল, কলেজ, বাজার, কর্মস্থল ও চিকিৎসা কেন্দ্রে যাতায়াত করতেন। হঠাৎ করে রাস্তার মাঝখানে টিনের বেড়া দিয়ে পুরো পথটি বন্ধ করে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না, রোগীবাহী যানবাহন প্রবেশ করতে পারছে না, এমনকি জরুরি মুহূর্তেও মানুষকে বিকল্প ও কষ্টসাধ্য পথ ব্যবহার করতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি বারবার স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাসুম হক্কানি বলেন, 'আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগামী রবিবার স্থানীয়ভাবে বৈঠক ডেকে বিষয়টির মীমাংসা করা হবে।'

এদিকে ভুক্তভোগীরা দ্রুত রাস্তার টিনের বেড়া সরিয়ে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন।

Jahan

×