ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ইরানের পর এবার টার্গেট অন্য দেশ ইসরায়েলের হুমকি

প্রকাশিত: ২০:১১, ৩ জুলাই ২০২৫

ইরানের পর এবার টার্গেট অন্য দেশ ইসরায়েলের হুমকি

ছবি: সংগৃহীত

ইরানে সাম্প্রতিক হামলার মতোই এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একই ধরনের হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 

 

তিনি বলেন, "ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতো। আমরা তেহরানে সাপের মাথায় আঘাত করেছি, এবার ইয়েমেনে (সাপের) দেহে আঘাত করা হবে।" আরও স্পষ্টভাবে তিনি জানান, "ইসরায়েলের বিরুদ্ধে যে হাত উঠবে, সেই হাত কেটে ফেলা হবে।"

গত ২৪ জুন ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপরের ৯ দিন ধরে হুতি বিদ্রোহীরা একাধিকবার ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়।

 

 

সর্বশেষ গতকাল বুধবার হুতিরা আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেই হামলার জবাব হিসেবে ক্ষেপণাস্ত্র ধ্বংসের পরই এক্সে কড়া বার্তা দেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ।

আনাদুলু এজেন্সির বরাত দিয়ে প্রকাশিত এই প্রতিবেদন নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ছামিয়া

×