
ছবি: সংগৃহীত।
স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, আর হোয়াটসঅ্যাপ আমাদের যোগাযোগের প্রধান মাধ্যম। কিন্তু এই সুবিধার আড়ালেই লুকিয়ে আছে ভয়ংকর ফাঁদ! প্রতিদিন কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন বার্তা পান, যার কিছু হয়তো আপনাকে ব্যক্তিগত তথ্য চুরির শিকার করতে পারে, এমনকি পুরো ফোনের নিয়ন্ত্রণও হ্যাকারদের হাতে তুলে দিতে পারে। তাই হুঁশিয়ার! হোয়াটসঅ্যাপে আসা কিছু বার্তা যত দ্রুত সম্ভব না মুছলে মারাত্মক বিপদ হতে পারে।
চলুন জেনে নিই সেই ৩ ধরনের বার্তা, যা দেখামাত্রই ডিলিট করে দেওয়া উচিত।
১. অজানা নম্বর থেকে আসা পুরস্কার বা লটারি জেতার বার্তা
“আপনি জিতেছেন ১০ লাখ টাকা!” — এ ধরনের বার্তাগুলো সাধারণত স্ক্যাম। এতে থাকা লিংকে ক্লিক করলেই আপনার ফোনে ঢুকে যেতে পারে ভাইরাস বা ম্যালওয়্যার। এসব লিংক আপনার ব্যাঙ্ক তথ্য বা ওটিপি হাতিয়ে নিতে পারে।
২. সন্দেহজনক লিংকসহ বার্তা, এমনকি পরিচিত নম্বর থেকেও
কখনো কখনো বন্ধুর নামেই আসে একটি “দেখো তো এখানে তোমার ছবি পেয়েছি” জাতীয় বার্তা, সঙ্গে থাকে একটি লিংক। এটি মূলত হ্যাকিং অ্যাটেম্পট। পরিচিত নম্বর হ্যাক হয়ে গেলে সেখান থেকেও এমন বার্তা আসতে পারে। সতর্ক থাকুন—যতক্ষণ না আপনি নিশ্চিত, ততক্ষণ কোনো লিংকে ক্লিক করবেন না।
৩. “আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে” জাতীয় হোয়াটসঅ্যাপ আপডেট বার্তা
“আপনার অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে unless…” — এভাবে ভয় দেখিয়ে ফিশিং বার্তা পাঠানো হয়। হোয়াটসঅ্যাপ কখনোই এমন বার্তা পাঠায় না। এগুলোতে থাকা লিংক বা অ্যাপ ডাউনলোডের আহ্বান একেবারে এড়িয়ে চলুন।
হোয়াটসঅ্যাপ আমাদের তথ্য আদান-প্রদানের উপকারী মাধ্যম হলেও, এটিই হতে পারে আপনার নিরাপত্তার সবচেয়ে বড় ফাঁক। সচেতন থাকুন, সন্দেহজনক বার্তা দেখলেই সঙ্গে সঙ্গে মুছে ফেলুন, প্রয়োজনে রিপোর্ট করুন। আর কখনোই ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড কাউকে শেয়ার করবেন না—even if it looks real.
নুসরাত