ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

বগুড়া-জয়পুরহাটে জুলাই পদযাত্রা কর্মসূচিতে নাহিদ ইসলাম

সরকার বদলালেও বাংলার মাটিতেই হত্যাকারীদের বিচার করতে হবে

প্রকাশিত: ২০:০০, ৫ জুলাই ২০২৫

সরকার বদলালেও বাংলার মাটিতেই হত্যাকারীদের বিচার করতে হবে

ছবিঃ সংগৃহীত

নির্বাচনের আগেই ছাত্রজনতার হত্যাকারীদের বিচার নিশ্চিতের পাশাপাশি মৌলিক সংস্কারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৫ জুলাই) বগুড়া-জয়পুরহাটে 'জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “বিচার প্রক্রিয়া দীর্ঘ হলেও তার একটি স্পষ্ট রূপরেখা এখনই দিতে হবে। সরকার বদলালেও এই বাংলার মাটিতেই ছাত্রজনতার হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “যারা গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে, ছাত্রদের হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনীর যারা এ ঘটনার সাথে যুক্ত, তাদের বিচার আমরা নিশ্চিত করব।”

এনসিপির চলমান ‘জুলাই পদযাত্রা’র পঞ্চম দিনে শহরের পর্যটন মডেলের সভাকক্ষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন দলীয় নেতারা। অনেকেই আবেগে কান্নায় ভেঙে পড়েন। নাহিদ ইসলাম নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন।

সভায় তিনি বলেন, “বিচার, সংস্কার—এই দুই প্রক্রিয়া সম্পন্ন না করে কোনো নির্বাচন নয়। বিচার শুরু করতে হবে এখনই, এবং তার রোডম্যাপ জাতির সামনে তুলে ধরতে হবে। শহীদ পরিবার ও আহতদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।”

এরপর সাতমাথায় মুক্তমঞ্চে জাতীয় নাগরিক পার্টির পথসভা অনুষ্ঠিত হয়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, “নতুন এই বাংলায় আর কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের ঠাঁই হবে না। আমরা যুদ্ধ করে নতুন বাংলাদেশ পেয়েছি, সেটা ফ্যাসিবাদীদের হাতে তুলে দিতে পারি না।”

সূত্রঃ https://youtu.be/vWBsW8OLN9I?si=Yi5lVbh4SXwjjpyc

ইমরান

×