ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে

মেসির জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মিয়ামি

প্রকাশিত: ০৮:৩৮, ৬ জুলাই ২০২৫

মেসির জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মিয়ামি

ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির দুটি ঝলমলে গোল এবং একটি অ্যাসিস্টের সুবাদে ইন্টার মিয়ামি কানাডার সিএফ মন্ট্রিয়ালকে ৪-১ গোলে পরাজিত করেছে। এমএলএস ম্যাচে দীর্ঘ এক মাস পর এই জয় নিয়ে মিয়ামি এখন টানা তিন ম্যাচে অপরাজিত।

ম্যাচের শুরুটা অবশ্য মিয়ামির জন্য ভালো ছিল না। দ্বিতীয় মিনিটেই মন্ট্রিয়ালের প্রিন্স ওউসু গোল করে দলকে এগিয়ে নেন, যা মেসির একটি ভুল পাস থেকে এসেছিল। তবে মিয়ামি দ্রুতই ম্যাচে ফিরে আসে। ৩৩তম মিনিটে মেসির অ্যাসিস্টে তাদেও আলেন্দে গোল করে সমতা ফেরান। এরপর ৪০তম মিনিটে মেসি নিজে একটি সুন্দর কার্ভ শটে গোল করে মিয়ামিকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে ইন্টার মিয়ামি তাদের আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। ৬০তম মিনিটে তেলাস্কো সেগোভিয়া দূরপাল্লার এক দুর্দান্ত শটে গোল করেন। এর মাত্র দুই মিনিট পর, ৬২তম মিনিটে, মেসি ম্যাচের দ্বিতীয় গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন। মন্ট্রিয়ালের গোলরক্ষক জোনাথান সিরোইস বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করলেও তার দলের বড় হার আটকাতে পারেননি।

এই জয় নিয়ে ইন্টার মিয়ামি ইস্টার্ন কনফারেন্স টেবিলে শীর্ষ দলগুলোর কাছাকাছি অবস্থান করছে। অন্যদিকে, মন্ট্রিয়াল গত তিন ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ গ্রহণ করলো। এই মৌসুমে এমএলএসে মেসির দুর্দান্ত ফর্ম অব্যাহত রয়েছে; এই ম্যাচের পর তার গোল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২-তে। মিয়ামির পরবর্তী ম্যাচ শেখি এর বিপক্ষে, যেখানে ভক্তরা আবারও মেসির অসাধারণ পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছেন।

সাব্বির

×