ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সততার উজ্জ্বল দৃষ্টান্ত: অটোচালক সবুজ গৃহবধূর সম্পদ ফিরিয়ে দিলেন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ১৭:৩০, ৬ জুলাই ২০২৫

সততার উজ্জ্বল দৃষ্টান্ত: অটোচালক সবুজ গৃহবধূর সম্পদ ফিরিয়ে দিলেন

ছবিঃ সংগৃহীত

একজন মানুষের সততা আজও সমাজে কতটা মূল্যবান—তা প্রমাণ করলেন ফরিদপুর শহরের এক অটোচালক সবুজ। হারিয়ে যাওয়া ভ্যানিটি ব্যাগে থাকা প্রায় ২ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ফিরিয়ে দিয়ে তিনি হয়ে উঠেছেন সততার জীবন্ত প্রতীক।

জানা যায়, গত শনিবার (৫ জুলাই) ফরিদপুর শহরের ৫০০ শয্যার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আছিয়া বেগম নামে এক নারী তাঁর অসুস্থ মেয়েকে হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। চিকিৎসা শেষে ক্লান্ত আছিয়া বেগম একটি অটোরিকশায় করে বাড়ির পথে রওনা হন। কিন্তু দুর্ভাগ্যবশত, ব্যস্ততায় তিনি একটি ভ্যানিটি ব্যাগ অটোরিকশায় ফেলে যান। ব্যাগটিতে ছিল স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র।

অটোরিকশা চালক সবুজ পরে ওই ব্যাগ দেখতে পান এবং মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর ওই ব্যাগে থাকা মোবাইলে একটি ফোন আসলে সবুজ জানতে পারেন, এটি আছিয়া বেগমের মালিকানাধীন। দীর্ঘ অনুসন্ধানের পর তিনি জেলার নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাঙ্গি গ্রামের বাসিন্দা আছিয়া বেগমের সঙ্গে যোগাযোগ করে ব্যাগটি রাতেই সঠিকভাবে হস্তান্তর করেন।

ব্যাগ ফেরত দেওয়ার সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন এবং অটোরিকশা চালক সবুজের সততার প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান। সবুজ ফরিদপুর শহরের মাওলানা আব্দুল আলী সড়কে একটি ভাড়া বাড়িতে থাকেন।

এ ব্যাপারে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল বলেন, একদিকে যখন সমাজে প্রতারণা আর অনৈতিকতার খবর প্রায় প্রতিদিনই শোনা যায়, তখন সবুজের এই সততা আমাদের আশাবাদী করে তোলে। এমন মানুষরা আমাদের মনে করিয়ে দেন—মানবতা এখনো বেঁচে আছে।

সততা যেমন ব্যক্তি মানসিকতার পরিচয়, তেমনি সমাজকে আলোকিত করে। ফরিদপুরের সবুজ সেই আলোর এক উজ্জ্বল রেখা—যার গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

আছিয়া বেগম তাঁর হারিয়ে যাওয়া স্বর্ণালঙ্কার ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হন, আরেকদিকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। অটোরিকশা চালক সবুজকে আশীর্বাদ করেন—সততা নিয়ে বেঁচে থাক আজীবন।

ইমরান

×