
রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতার কারণে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের ওই মাঠটিতে শুধু সেখানকার শিক্ষার্থীরাই খেলাধুলা করে না, সেখানে তারাগঞ্জ কলেজপাড়া, থানাপাড়া, জদ্দিপাড়াসহ এর আশপাশের এলাকার ছেলেরা খেলাধুলা করে। কিন্তু দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়লেও কর্তৃপক্ষ তা সংস্কারের কোনো পদক্ষেপ নেয়নি।
শুধু ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, ওই মাঠের সাথেই রয়েছে দুটি প্রাইভেট বিদ্যালয়। আবাসিক এলাকার ভিতরে খেলার মাঠটি হওয়ায় ওই মাঠের পাশ দিয়েই কলেজপাড়া এলাকার বাসিন্দাদের চলাফেরা করতে হয়। সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে থাকার কারণে পানি পার হয়ে তাদের বাড়িতে যেতে হয়।
একসময় খেলাধুলার কোলাহলে জৌলুশপূর্ণ মাঠটি এখন হারাতে বসেছে তার অতীতকে। এর ফলে অনেক ছেলেরা এখন খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিয়ে মোবাইলের বিভিন্ন অনলাইন জুয়া ও গেমসে আসক্ত হয়ে পড়ছে।
ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী লাওহে মাহফুজ বলেন, দীর্ঘদিন যাবৎ মাঠটি সংস্কারের অভাবে পড়ে থাকলেও তা ঠিক হচ্ছে না। আমরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের দাবি, মাঠটি দ্রুত সংস্কার করা হোক।
ওই বিদ্যালয়ের ইব্রাহিম নামের এক শিক্ষার্থীর বাবা গোলাম রসুল বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও জরুরি। মাঠের অভাবে ছাত্ররা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।
তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুসা মিয়া বলেন, মাঠটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু কেন জানি, এখন পর্যন্ত মাঠটি সংস্কার হয়নি।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুবেল রানা বলেন, মাঠটি দ্রুত সংস্কার করা হবে।
সানজানা