ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ফরিদপুরে বিএনপির উদ্যোগে ইজিবাইক বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ১৭:৩৪, ৬ জুলাই ২০২৫; আপডেট: ০১:১৭, ৭ জুলাই ২০২৫

ফরিদপুরে বিএনপির উদ্যোগে ইজিবাইক বিতরণ

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী মো. জাহাঙ্গীর হোসেনকে একটি ইজিবাইক প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’এর উপদেষ্টা জনাব আলমগীর কবির।

রোববার (৬ জুলাই) দুপুরে সদরপুরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইজিবাইকের চাবি তুলে দেওয়া হয়। ব্যক্তিগত উদ্যোগে ইজিবাইকটি প্রদান করেন সংগঠনের উপদেষ্টা আলমগীর কবির। চাবি হস্তান্তর করেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুতজ্জামান বদু, যুগ্ম আহ্বায়ক জাফর খা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বাবুল কাজী, সদস্য সচিব আসাদ মৃধা, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সমাজসেবক মোস্তফা কবিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় শহিদুল ইসলাম বাবুল বলেন, “তারেক রহমানের নির্দেশে আমরা শহীদ ও আহতদের সহযোগিতা করার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াচ্ছি। এ সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।”

ইমরান

×