ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ফাঁস হলো ইসরায়েলের গোপন ক্ষয়ক্ষতির তথ্য! দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে মিললো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত: ১৮:২১, ৬ জুলাই ২০২৫; আপডেট: ১৮:২২, ৬ জুলাই ২০২৫

ফাঁস হলো ইসরায়েলের গোপন ক্ষয়ক্ষতির তথ্য! দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে মিললো চাঞ্চল্যকর তথ্য

ছবিঃ সংগৃহীত

ইরান-ইসরায়েল যুদ্ধের গুঞ্জন থামলেও ইহুদি রাষ্ট্রের অভ্যন্তরে লুকিয়ে রয়েছে এক বিস্ফোরক সত্য। ইরানি ক্ষেপণাস্ত্রের ছয়টি আঘাত সরাসরি ভেদ করেছে ইসরায়েলের পাঁচটি গোপন সামরিক ঘাঁটি এবং এতে ঘটেছে বড় ধরনের ক্ষয়ক্ষতি—এমন তথ্য ফাঁস করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।

স্যাটেলাইট রাডার বিশ্লেষণেই ধরা পড়েছে ধ্বংসযজ্ঞ

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষকের স্যাটেলাইট রাডার বিশ্লেষণে দেখা গেছে, উত্তর, দক্ষিণ ও মধ্য ইসরায়েলের অন্তত পাঁচটি গোপন সামরিক ঘাঁটিতে ইরানের ছয়টি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এসব ঘাঁটির মধ্যে একটি প্রধান বিমানঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি সামরিক লজিস্টিকস ঘাঁটিও রয়েছে।

সরকারিভাবে ইসরায়েল এসব হামলার কথা অস্বীকার করলেও, আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) একজন মুখপাত্র জানিয়েছেন—“যুদ্ধ চলাকালীন সকল ইউনিট তাদের কার্যক্রম চালু রাখতে সক্ষম ছিল।” বিশ্লেষকদের মতে, এটি এক ধরনের পরোক্ষ স্বীকারোক্তিই।

আরো ৩৬টি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাত

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু সামরিক ঘাঁটি নয়, ইসরায়েলের আরও ৩৬টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চিহ্ন পাওয়া গেছে। যদিও উন্নত সতর্কতা ব্যবস্থা ও সুশৃঙ্খল বোমা শেল্টার ব্যবহারের কারণে প্রাণহানির সংখ্যা ২৮ জনে সীমিত রাখা সম্ভব হয়েছে। তবে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ১৫ হাজার মানুষ—যাদের অনেককে অস্থায়ীভাবে হোটেলে আশ্রয় দেওয়া হয়েছে।

আকাশ প্রতিরক্ষার সীমাবদ্ধতা স্পষ্ট

যুদ্ধের শুরুতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর ছিল। প্রথম দিকের হামলার ৮৭ শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হলেও অষ্টম দিনের পর সে হার উল্লেখযোগ্যভাবে কমে যায়। শেষদিকে প্রায় ১৬ শতাংশ ক্ষেপণাস্ত্র আয়রন ডোম ও অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ইরান একযোগে দ্রুতগামী ক্ষেপণাস্ত্র ও ধীরগামী ড্রোন ছুঁড়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার কৌশল গ্রহণ করে। ইরানি এক কর্মকর্তার ভাষ্য, “অনেক ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছায় না, কিন্তু সেগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার

যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিলেও তাদের সহায়তায় ব্যবহৃত হয় গ্রাউন্ড-বেজড থাড (THAAD) সিস্টেম। শুধু এই সিস্টেম থেকে নিক্ষেপিত হয় অন্তত ৩৬টি থাড ক্ষেপণাস্ত্র, প্রতিটির মূল্য আনুমানিক ১ কোটি ২০ লাখ ডলার।

প্রচারের যুদ্ধ এখনো অব্যাহত

যুদ্ধের সামরিক পর্যায় শেষ হলেও প্রচার-প্রতিপ্রচারের লড়াই এখনো তুঙ্গে। ইরানি মিডিয়ায় নিয়মিত প্রচার হচ্ছে সেইসব ভিডিও যেখানে আয়রন ডোম ব্যর্থ হয়েছে—এর সঙ্গে যোগ হচ্ছে বিপ্লবী সংগীত ও স্লোগান। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

স্যাটেলাইট রাডার বিশ্লেষণ ও স্বাধীন গবেষণার তথ্য যেভাবে ইসরায়েলের গোপন ক্ষয়ক্ষতির চিত্র উন্মোচন করেছে, তা শুধু প্রচার যুদ্ধ নয়—বরং সামরিক সক্ষমতা ও কৌশলের নতুন এক বাস্তবতাকেও সামনে এনেছে।

ইমরান

×