ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আজ থেকে ট্রাম্পের শুল্ক ‘তাণ্ডব’, বিশ্ব অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ!

প্রকাশিত: ১০:৪৭, ৭ জুলাই ২০২৫

আজ থেকে ট্রাম্পের শুল্ক ‘তাণ্ডব’, বিশ্ব অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, শুল্কপত্র ও সম্ভাব্য নতুন বাণিজ্য চুক্তি সোমবার, ৭ জুলাই, দুপুর ১২টা (ইস্টার্ন টাইম) থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো শুরু হবে।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, "আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যুক্তরাষ্ট্রের শুল্কপত্র এবং/অথবা বাণিজ্য চুক্তি বিশ্বের বিভিন্ন দেশের কাছে সোমবার ৭ জুলাই দুপুর ১২টা থেকে পাঠানো হবে। এ বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ! ডোনাল্ড জে. ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।"

মুখ্য তথ্যসমূহ:

  • এখনও জানা যায়নি কোন কোন দেশ এই শুল্কপত্র বা চুক্তি গ্রহণ করবে।

  • ট্রাম্প এই উদ্যোগকে তার বাণিজ্য নীতির অংশ হিসেবে উপস্থাপন করেছেন, তবে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

‘ব্রিক্স শুল্ক’ সম্পর্কিত ঘোষণা:

প্রাথমিক ঘোষণার কিছুক্ষণ পরে ট্রাম্প আরও জানিয়েছেন,

  • যারা ব্রিক্সের বিরোধী-আমেরিকান নীতির সাথে সম্পৃক্ত, তাদের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

  • এই শুল্কের কোনো ছাড় দেওয়া হবে না।

ব্রিক্স সদস্য দেশসমূহ যাদের উপর শুল্ক আরোপের কথা তার মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত।

ব্রিক্স অংশীদার দেশসমূহের (সম্ভাব্য প্রভাবিত দেশ) মধ্যে রয়েছে বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান, ভিয়েতনাম।

ট্রাম্পের এই শুল্ক নীতির কঠোর অবস্থান বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শুল্কপত্র পৌঁছে গেলে এর বিস্তারিত জানা যাবে।

আবির

×