ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

গুগল ড্রাইভে জায়গা বাড়াতে এই ৫ গোপন ট্রিক মিস করবেন না!

প্রকাশিত: ১০:২৯, ৭ জুলাই ২০২৫

গুগল ড্রাইভে জায়গা বাড়াতে এই ৫ গোপন ট্রিক মিস করবেন না!

ছবি: সংগৃহীত

গুগল ড্রাইভের ফ্রি ১৫ জিবি স্টোরেজ খুব দ্রুতই ভরে যায় ছবি, ভিডিও আর নানা ডকুমেন্টে। তখন গুগল ওয়ান-এ আপগ্রেডের জন্য চাপ আসে। কিন্তু টাকা খরচ না করেও সহজে ফাঁকা করতে পারেন গুগল ড্রাইভ, জিমেইল ও গুগল ফটোস—দেখুন কিছু কার্যকরী টিপস।

১. বড় ফাইল খুঁজে মুছে ফেলুন

ডেস্কটপে:
১. গুগল ড্রাইভে লগ ইন করুন।
২. বাম পাশের মেনু থেকে Storage-এ যান।
৩. বড় থেকে ছোট অনুযায়ী ফাইল সাজান।
৪. বড় ফাইলগুলো বেছে Trash-এ দিন।
৫. পরে Trash-এ গিয়ে Empty Trash ক্লিক করুন।

মোবাইলে:
১. গুগল ড্রাইভ অ্যাপে যান।
২. Files > Storage Used ট্যাপ করুন।
৩. বড় ফাইলগুলো বেছে Remove > Move to trash দিন।
৪. Trash মেনু থেকে Empty Trash করুন।

২. বড় ইমেইল ডিলিট করুন

ডেস্কটপে ও মোবাইলে:
১. সার্চ বারে লিখুন: has:attachment larger:10MB
২. বড় মেইলগুলো খুঁজে মুছে ফেলুন।
৩. Trash ফোল্ডারে গিয়ে Empty trash now ক্লিক করুন।

৩. স্প্যাম ফোল্ডার খালি করুন

ডেস্কটপ ও মোবাইলে:
১. Spam ফোল্ডারে যান।
২. Delete all spam messages now ক্লিক করুন।

৪. পুরনো/ডুপ্লিকেট ছবি-ভিডিও মুছে ফেলুন

ডেস্কটপে:
১. গুগল ফটোস খুলে ছবি-ভিডিও বেছে নিন।
২. Trash-এ দিন, পরে Empty Trash করুন।

মোবাইলে:
১. ছবি-ভিডিও খুলে Delete দিন।
২. Library > Trash > Empty trash ট্যাপ করুন।

বিশেষ সতর্কতা: iPhone ব্যবহার করলে গুগল ফটোস থেকে ছবি ডিলিট করলে iCloud থেকেও মুছে যেতে পারে।

৫. দরকারি ফাইল কম্পিউটারে ডাউনলোড করুন

স্টোরেজ ফাঁকা করতে না পারলে ফাইলগুলো কম্পিউটারে নামিয়ে ফেলুন।
পদ্ধতি:
১. ফাইল/ইমেইল বেছে Download দিন।
২. ডাউনলোড শেষে গুগল অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিন।

Trash না খালি করলে ফাইল ৩০-৬০ দিন পর নিজে থেকেই মুছে যাবে।
ছবি-ভিডিওর কোয়ালিটি কমিয়ে স্টোরেজ বাড়ানোও সম্ভব, তবে কোয়ালিটি কমে যাবে।

আবির

×