ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

মোবাইল হটস্পট কাজ করছে না? ঘরে বসেই ঝটপট সমাধান করুন!

প্রকাশিত: ০৯:৩৮, ৭ জুলাই ২০২৫

মোবাইল হটস্পট কাজ করছে না? ঘরে বসেই ঝটপট সমাধান করুন!

ছবি: সংগৃহীত

আপনার ফোনের পার্সোনাল হটস্পট অনেক সময় কাজে আসে—বিশেষ করে যখন বাসার ইন্টারনেট বন্ধ থাকে বা বাইরে কাজ করতে গিয়ে ইন্টারনেটের দরকার হয়। তবে অনেক সময় এই হটস্পট ফিচারটি ঠিকমতো কাজ করে না। সাধারণত সেটিংসের ভুল বা ছোটখাটো সফটওয়্যার সমস্যার কারণে এমনটা হয়। নিচে আইফোন ও অ্যান্ড্রয়েড—দুই ধরনের ফোনের জন্য সমাধান দেওয়া হলো।

আইফোন ব্যবহারকারীদের জন্য:

১. প্রথমে নিশ্চিত হন, হটস্পট চালু আছে কি না:
Settings > Personal Hotspot-এ যান। যদি এই অপশন না পান, তবে আপনার মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন।

২. ফোন ও কানেক্ট করতে চাওয়া ডিভাইস—দু'টোই রিস্টার্ট করুন।

৩. iOS আপডেট করুন:
সবশেষ iOS ভার্সনে আপডেট করে নিন।

৪. নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন:
Settings > General > Transfer or Reset iPhone > Reset > Reset Network Settings
(সতর্কতা: এতে আগের সব ওয়াই-ফাই পাসওয়ার্ড, নেটওয়ার্ক সেটিংস মুছে যাবে।)

৫. ‘Allow Others to Join’ অপশন চালু আছে কি না, দেখে নিন।

৬. ‘Maximize Compatibility’ চালু করুন (iPhone 12 বা নতুন মডেলে):
এতে ডিফল্ট ৫ গিগাহার্টজ-এর বদলে ২.৪ গিগাহার্টজ ব্যবহৃত হবে, ফলে বেশি ডিভাইস কানেক্ট হতে পারবে।

৭. ডিভাইসে ওয়াই-ফাই বন্ধ করে আবার চালু করুন:
ঠিকমতো পাসওয়ার্ড দিয়ে সংযোগের চেষ্টা করুন।

৮. ইউএসবি দিয়ে কানেক্ট করুন:
ফোনকে ইউএসবি দিয়ে কম্পিউটারে কানেক্ট করুন। ম্যাকে গেলে Apple Menu > System Settings > Network-এ গিয়ে iPhone USB অপশন খুঁজে Make Inactive করে আবার Make Active করুন। এতে কানেকশন রিসেট হবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য:

১. হটস্পট চালু আছে কি না, দেখে নিন:
Settings > Network & Internet > Hotspot & tethering-এ যান এবং Mobile Hotspot চালু করুন।

২. নেটওয়ার্কের নাম, পাসওয়ার্ড ও নিরাপত্তা সেটিংস ঠিক আছে কি না, যাচাই করুন।

৩. ফোন রিস্টার্ট করুন:
অনেক সময় শুধু রিস্টার্ট করলেই সমস্যা মিটে যায়।

৪. নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন:
Settings > System > Reset > Reset WiFi, Mobile & Bluetooth
(সতর্কতা: এতে আগের সব ওয়াই-ফাই, মোবাইল ডেটা ও ব্লুটুথ সেটিংস মুছে যাবে।)

৫. সেফ মোড চালু করুন:
সেফ মোডে চালু করে দেখুন, কোনো থার্ড-পার্টি অ্যাপ সমস্যার কারণ কি না।

যদি তবু কাজ না হয়:

  • আপনার এলাকায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল হতে পারে।

  • মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন।

বিশেষ সতর্কতা:
হটস্পট কখনও দীর্ঘমেয়াদি হোম ইন্টারনেটের বিকল্প নয়। এটি শুধুমাত্র জরুরি অবস্থায় বা সাময়িক ব্যবহারের জন্যই ভালো।

আবির

×