ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ফেসবুক ছাড়ার আগে ডেটা বাঁচাতে চাইলে এই নিয়মগুলো চোখ বন্ধ করে অনুসরণ করুন!

প্রকাশিত: ০৯:৫৮, ৭ জুলাই ২০২৫; আপডেট: ০৯:৫৯, ৭ জুলাই ২০২৫

ফেসবুক ছাড়ার আগে ডেটা বাঁচাতে চাইলে এই নিয়মগুলো চোখ বন্ধ করে অনুসরণ করুন!

ছবি: সংগৃহীত

অনেকেই ২০২৫ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাস নতুন করে ভাবছেন। কেউ কেউ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, কেউবা মেটা প্ল্যাটফর্মে ফ্যাক্ট-চেকিং বন্ধ হওয়ার কারণে ফেসবুক থেকে সরে যাচ্ছেন। তবে ফেসবুক ছাড়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—নিজের সব তথ্য সংরক্ষণ করা এবং ডেটা মুছে ফেলা।

ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার আগে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ

১. তৃতীয় পক্ষের অ্যাপ থেকে ফেসবুক লগইন সরান:
অনেকেই স্পটিফাই বা ডোরড্যাশের মতো অ্যাপে ফেসবুক দিয়ে লগইন করেছেন। ফেসবুক ডিলিট করার আগে এসব অ্যাপ থেকে ফেসবুক লগইন অপশন সরাতে হবে, নাহলে পরবর্তীতে লগইন করা সম্ভব হবে না।

পদ্ধতি:
ফেসবুকে লগইন করে → Settings & Privacy → Settings → Apps and Websites → এখানে যেসব অ্যাপে ফেসবুক দিয়ে লগইন করেছেন, সেগুলোর পাশে থাকা Remove অপশনে ক্লিক করে সরিয়ে দিন।
এরপর সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে নতুন পাসওয়ার্ড সেট করুন বা অন্য লগইন পদ্ধতি নির্বাচন করুন।

২. ডিএকটিভেশন বনাম ডিলিট—বুঝে সিদ্ধান্ত নিন:
ডিএকটিভেশন সাময়িক বিরতি, চাইলে পরে আবার ফিরতে পারবেন। কিন্তু ডিলিট করলে ৩০ দিনের মধ্যে রিকভার না করলে অ্যাকাউন্ট চিরতরে মুছে যাবে।

ডিএকটিভ করলে—

  • প্রোফাইল, পোস্ট, ছবি, টাইমলাইন গোপন থাকবে

  • চাইলে ফিরে আসা যাবে

  • মেসেজ পাঠানো ও তৃতীয় পক্ষের লগইন চালু থাকবে

  • তবে ফেসবুক আপনার অনলাইন কার্যকলাপ ট্র্যাক করতে পারবে

ডিলিট করলে—

  • অ্যাকাউন্ট, মেসেঞ্জার, পোস্ট, ফটো চিরতরে মুছে যাবে

  • মেটা-কোয়েস্ট অ্যাকাউন্টও মুছে যাবে (অ্যাপ ক্রয় ও অর্জনসহ)

  • ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এতে প্রভাবিত হবে না (আলাদা করে ডিলিট করতে হবে)

৩. আপনার সব ডেটা ডাউনলোড করুন:
ফেসবুক থেকে ডেটা ডাউনলোড করতে—

  • Settings & Privacy → Settings → Account Center → Your Information and Permissions → Download Your Information → Download or Transfer Information

  • ডেটা কতটা চান তা বেছে নিন (সর্বোচ্চ তথ্য নিতে Available Information বা Data Logs বেছে নিন)

  • Download to Device নির্বাচন করুন

  • Date Range-এ All Time সেট করুন

  • Media Quality-এ High নির্বাচন করুন (ফটো-ভিডিওর সর্বোচ্চ মানের জন্য)

  • Create Files-এ ক্লিক করুন

ফেসবুক ডেটা তৈরি হলে ইমেইলে জানিয়ে দেবে। এটি তাৎক্ষণিক হয় না, কিছু সময় লাগবে।

৪. সর্বশেষে অ্যাকাউন্ট ডিলিট করুন:
সব ডেটা ডাউনলোড করার পর—

  • Settings & Privacy → Settings → Account Center → Personal Details → Account Ownership and Control → Deactivation or Deletion → Delete Account → Continue

  • প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে ডিলিট সম্পন্ন করুন।

অ্যাকাউন্ট ডিলিটের ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত বদলালে ফের লগইন করে প্রক্রিয়া বাতিল করা যাবে। তবে সময়সীমা পেরোলে আর ফিরিয়ে আনা সম্ভব নয়।

আবির

×