ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

কারা পাবেন বিএসটিআই লাইসেন্স? আবেদন ও অনুমোদনের সঠিক গাইডলাইন

প্রকাশিত: ১৪:০৬, ৭ জুলাই ২০২৫

কারা পাবেন বিএসটিআই লাইসেন্স? আবেদন ও অনুমোদনের সঠিক গাইডলাইন

ছবি: সংগৃহীত

যে কেউ বাংলাদেশে পণ্য, দ্রব্য বা সেবা উৎপাদন করেন কিংবা বিদেশ থেকে আমদানি করেন এবং বিএসটিআই স্ট্যান্ডার্ড অনুযায়ী বিএসটিআই মার্ক ব্যবহার করতে চান, তাদের জন্য প্রয়োজনীয় ধাপসমূহ নিম্নরূপ:

১. আবেদন ফর্ম পূরণ

আবেদনকারীকে ফরম পূরণ করতে হবে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে:

  • আবেদনকারীর নাম ও প্রতিষ্ঠানের নাম (যদি থাকে)

  • বিএসটিআই মার্কের জন্য পণ্য বা সেবা/প্রক্রিয়ার বিবরণ (ব্র্যান্ড, গ্রেড, টাইপ, সাইজ, মডেল, বৈদেশিক নম্বর ইত্যাদি)

  • প্রতিষ্ঠানের অফিস ও কারখানার ঠিকানা

  • পণ্য উৎপাদন বা সেবা প্রদানের পরিমাণ, মূল্য, এবং আমদানি সংক্রান্ত তথ্য (যদি প্রযোজ্য হয়)

  • উৎপাদক বা আমদানিকারকের সম্পূর্ণ বিবরণ

২. প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি

আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিপত্র সংযুক্ত করতে হবে:

  • জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি

  • হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি

  • টিন সার্টিফিকেটের কপি

  • পণ্যের জাতীয় স্ট্যান্ডার্ড ও মোড়কজাতকরণ বিধিমালা, ২০২১ অনুসরণের প্রমাণ (যেমন লেবেল বা প্যাকেট ডিজাইন)

  • প্রয়োজনে অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র (যেমন আমদানির ক্ষেত্রে আমদানির লাইসেন্স, উৎস দেশের সার্টিফিকেট ইত্যাদি)

৩. কারখানা পরিদর্শন ও মান পরীক্ষা

  • বিএসটিআই’র বিশেষজ্ঞগণ আবেদনকারী প্রতিষ্ঠান/কারখানা পরিদর্শন করবেন।

  • নমুনা সংগ্রহ করে বিএসটিআই ল্যাবরেটরিতে মান পরীক্ষা সম্পন্ন হবে।

  • পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনকারীকে লাইসেন্স প্রদান করা হবে।

গুরুত্বপূর্ণ শর্তাবলী

  • বিএসটিআই আইন অনুসারে, স্ট্যান্ডার্ড পণ্য বা সেবা লাইসেন্স ছাড়া বাজারজাত করা আইনানুগ নয়।

  • লাইসেন্স প্রাপ্ত পণ্যের ক্ষেত্রে মাত্র অনুমোদিত বিএসটিআই মার্ক ব্যবহার সম্ভব।

  • পণ্যের ব্র্যান্ড, গ্রেড, টাইপ, সাইজ বা মডেল পরিবর্তিত হলে নতুন আবেদন করতে হবে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

মহাপরিচালক
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)
মান ভবন, ১১৬/ক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

 

তথ্যসূত্র: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ওয়েবসাইট

আবির

×