ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ক্যালসিয়াম ও আয়রনে ভরপুর এই ফল হতে পারে আপনার স্বাস্থ্যরক্ষার হাতিয়ার

শাহে ইমরান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, রামগঞ্জ, লক্ষ্মীপুর 

প্রকাশিত: ০৮:৩২, ৭ জুলাই ২০২৫

ক্যালসিয়াম ও আয়রনে ভরপুর এই ফল হতে পারে আপনার স্বাস্থ্যরক্ষার হাতিয়ার

ছবি: বিলাতি গাব

বিলাতি গাব সুন্দর ও সুস্বাদু ফলগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশে গ্রাম অঞ্চলে আনাচে-কানাচে লাল রঙের চোখে পড়ার মতো। বিলাতি গাব আকর্ষণীয় ও পুষ্টি গুণ সম্পন্ন। এ ফলে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও আয়রণ। প্রায় সব ধরনের মাটিতে চাষ করা যায়। তবে উর্বর মাটিতে বিলাতী গাব ভাল হয়। শীতের  শেষে গাছে ফুল আসে এবং বর্ষার শেষ ভাগে ফল পাকে।

রামগঞ্জে হাট-বাজারে সাধারনত আষাঢ়, শ্রাবন ও ভাদ্র মাস জুড়েই বিলাতি গাবের প্রচুর দেখা মেলে। কোন ধরনের পরিচর্যা ছাড়াই বেড়ে ওঠা, দামে সস্তা, কেমিক্যাল মুক্ত, স্বাদ ও গন্ধে মুগ্ধ সুস্বাদু ফল। পর্যাপ্ত পরিমানে গাবের হাট না থাকায় অনেক সময় দাম নিয়ে চিন্তিত হতে হয়। গাব ফলনগুলি পুষ্ট হলে উজ্জ্বল ও চকচকে হবে।

বর্ষার মাঝামাঝি থেকে এখানকার হাট-বাজারে গাব দেখা যায়। তবে আগে প্রচুর বিলাতি গাবগাছ দেখা গেলেও এখন আর এ গাছ কেউ রোপণ করে না। কোথাও অযত্নে বেড়ে  উঠে গাব গাছ। এলাকাতে ছোট ছোট ছেলে-মেয়েদের কাছে ১০ থেকে ১৫ টাকা বিক্রি করে থাকেন।

নোভা

×