
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। তিনি বলেন, যতদিন কেয়ামত না হবে ততদিন লড়াই অব্যাহত থাকবে। এর ভেতরেই আমরা আশা করি বাংলাদেশে কোরআন, সুন্নাহর আইন কায়েম হবে।
শনিবার (৫ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বিশ্ব রোড এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, মানবিক মর্যাদা নিশ্চিত ও বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র পথ কোরআন-সুন্নাহর আইন। এজন্য তিনি যুবকদের নেতৃত্বে পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের প্রতিটি ইতিবাচক পরিবর্তনের পেছনে যুবসমাজের অবদান রয়েছে। শান্তির নীড় গড়তে হলে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিহাব