
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণের সমস্যা সমাধান এবং তাদের পাশে থাকা–এই দুই মূল লক্ষ্যেই এনসিপির রাজনীতি গড়ে উঠেছে। তিনি বলেন, “জনগণের সাথেই আমাদের বৈধতা নিহিত।”
শুক্রবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন এনসিপির ঘোড়াঘাট উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আবদুল মান্নান সরকার।
নাহিদ ইসলাম বলেন, “যে স্বপ্ন নিয়ে তরুণেরা রাজপথে নেমেছিল, স্বৈরাচার হটিয়ে আন্দোলন করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে জেলা, উপজেলা, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে দেব। ঘোড়াঘাটের সংগঠকেরা এখানকার মানুষের পাশে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা।”
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নয়, প্রতিরোধ করতে হবে। প্রতিবাদের চর্চা জারি রাখতে না পারলে নতুন স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা একবার স্বৈরাচার হটিয়েছি, আবার তা ফিরতে দেব না।”
তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে বড় কর্মসূচি নেওয়া হবে। সেদিন ‘জুলাই ইশতেহার’, ঘোষণাপত্র এবং উত্তরবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষার দলিল জাতির সামনে তুলে ধরা হবে। নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, “যেভাবে আমরা গণ-আন্দোলনে বিজয় অর্জন করেছি, ঠিক সেভাবেই জাতীয় নাগরিক পার্টি আগামী সংসদেও বিজয়ী হবে।”
শিহাব